ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

তাপদাহে বিপর্যস্ত জনজীবন

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ২২, ২০২১
তাপদাহে বিপর্যস্ত জনজীবন ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত ও দুর্বিষহ হয়ে ওঠেছে। তীব্র গরমে পুড়ছে জনপদ, মাঠ-ঘাট ।

কোথাও স্বস্তির বাতাস নেই। সর্বত্র গরম আর গরম, কখনও প্রচণ্ড, আবার কখনও ভ্যাপসা গরম।

প্রচণ্ড গরমের মধ্যেও থেমে নেই শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম। শনিবার (২২ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রচণ্ড গরম আটকাতে পারেনি শ্রমজীবীদের।  

রাজধানীর নবাবপুর থেকে দৈনিক বাংলার দিকে ঠেলা গাড়ি চালিয়ে যাচ্ছেন একজন।  

জরুরি কাজ সেরে বাড়ি ফেরার পথে সূর্যের তাপ থেকে সন্তানকে রক্ষা করতে আঁচল দিয়ে ঢেকে রাখছেন মা।

পাইকারি বাজার থেকে পেঁয়াজ-রসুন নিয়ে গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছেন ভ্যান চালক।

প্রচণ্ড গরম উপেক্ষা করে যাত্রী পরিবহন করছেন রিকশা চালকরা।

তৃষ্ণা মেটাতে ফুটপাতের শরবতই ভরসা তাদের।

প্রচণ্ড গরম চারিদিকে। প্রশান্তির খোঁজে পার্কে গাছের নিচে একটু জিরিয়ে নিচ্ছেন কয়েকজন।

পুকুরে শিশুদের দাপাদাপি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২২, ২০২১ 
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।