ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

‘সর্বকালের সেরা গণিতবিদ’ গাউসের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
‘সর্বকালের সেরা গণিতবিদ’ গাউসের মৃত্যু কার্ল ফ্রিডরিশ গাউস

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১০ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

৫৩২: বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কন্সট্যান্টিনোপলে হায়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন।
৬২৪: ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।
১৭৯৯: ফরাসি সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায়।
১৮৮৬: বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান অ্যালুমিনিয়াম উৎপাদনের সূত্র আবিষ্কার করেন ।
১৮৮৭: ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়।
১৯১৮: সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়।
১৯১৩: মেক্সিকোর পদচ্যুত রাষ্ট্রপতি ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত হন।
১৯১৯: বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।
১৯৪৭: দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (আইএসও) তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮: ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তার বিরোধিতা করেন।
১৯৫২: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাতের মধ্যে তা সম্পন্ন হয়।
১৯৬৯: সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।
১৯৬৯: গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
১৯৯৭: স্কটল্যান্ডের এডিনবার্গের রোর্সালন ইনস্টিটিউটের গবেষকরা সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করে।

জন্ম

১৬৮৫: জার্মান বংশোদ্ভূত ইংরেজ অর্গানবাদক ও সুরকার জর্জ ফ্রিডেরিক হান্ডেল
১৮৪০: কালীপ্রসন্ন সিংহ, বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদক
১৮৯৭: রাধারমণ মিত্র মিরাট, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক
১৮৯৯: এরিক কাস্টনার, জার্মান লেখক ও কবি
১৯১৩: প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর
১৯২৪: নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ অ্যালান ম্যাকলিয়ড করমাক
১৯৮৩: এমিলি ব্লান্ট, মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা

মৃত্যু

৭১৫: প্রথম আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা
১৭৯২: ইংরেজ চিত্রশিল্পী জশুয়া রেনল্ডস
১৮২১: ইংরেজ কবি জন কিটস
১৮৪৮: জন কুইন্সি এডামস, যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রেসিডেন্ট
১৮৫৫: কার্ল ফ্রিডরিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী

ইয়োহান কার্ল ফ্রিডরিশ গাউস ১৭৭৭ সালের ৩০ এপ্রিল জার্মানির ব্রুনশভিগ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রতিভাবান জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী। গণিত এবং বিজ্ঞানের প্রায় সব বিভাগে তার অবদান আছে। তাকে ‘গণিতের যুবরাজ’ ও ‘সর্বকালের সেরা গণিতবিদ’ বলা হয়।

গণিতের যেসব বিষয়ে তিনি অবদান রেখেছেন, সেগুলোর মধ্যে আছে সংখ্যাতত্ত্ব, গাণিতিক বিশ্লেষণ, অন্তরক জ্যামিতি, চুম্বকের ধর্ম, আলোকবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ইত্যাদি। গণিত এবং বিজ্ঞানের বহু শাখায় তার প্রশংসাযোগ্য প্রভাব ছিল, যে কারণে তাকে ইতিহাসের অন্যতম প্রভাবশালী গণিতবিদদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

গাউস ছোটবেলা থেকেই অসম্ভব প্রতিভাবান ছিলেন। তিনি কৈশোরেই তার প্রথম গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কারগুলো সম্পাদন করেন। ১৭৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ডিসকিশিয়নেস অ্যারিথমেটিকা লেখা সমাপ্ত করেন, যা ১৮০১ সালে প্রকাশিত হয়। তার এ কাজ গণিতের একটি পৃথক শাখা হিসেবে সংখ্যাতত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং আজও এর প্রভাব অপরিসীম।

গাউস ১৮৫৫ সালের ২৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। জার্মান চিকিৎসক রুডলফ ভাগনার তার মস্তিষ্ক সংরক্ষণ ও পর্যবেক্ষণ করেন।

১৯০৪: মহেন্দ্রলাল সরকার, ভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক, সমাজ সংস্কারক ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সাইন্স এর প্রতিষ্ঠাতা
১৯৪৫: আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তলস্তোয়, সোভিয়েত রুশ লেখক
১৯৬২: সুনয়নী দেবী, স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী
১৯৬৯: মধুবালা, ভারতীয় অভিনেত্রী
১৯৭৩: নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসক ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস
১৯৭৬: নোবেলশান্তি পুরস্কার বিজয়ী রানে কাস্যাঁ মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।