ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার লুইস বুনুয়েলের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার লুইস বুনুয়েলের জন্ম লুইস বুনুয়েল

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১, ৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ৯ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৪৭: মেক্সিকান-আমেরিকান যুদ্ধ– বুয়েনা ভিস্তার যুদ্ধ: ৫ হাজার মার্কিন সেনা ১৫ হাজার মেক্সিকান সেনাকে পরাজিত করে।
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানিদের বিজয় অবশ্যম্ভাবী হওয়ায় প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জেনারেল ডগলাস ম্যাকআর্থা‌রকে ফিলিপাইন ত্যাগের নির্দেশ দেন।
১৯৫২: ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।
১৯৫৮: মিশর ও সিরিয়া যুক্ত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে।
১৯৭৪: পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।
২০১১: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জনের মৃত্যু হয়।

জন্ম
১৭৩২: জর্জ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট
১৮০৬: জোসেফ ক্রেমার, পোলিশ ইতিহাসবিদ ও দার্শনিক
১৮২৭: ভূদেব মুখোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সাহিত্যিক
১৮৩৬: মহেশচন্দ্র ন্যায়রত্ন, ভারতের বাঙালি পণ্ডিত
১৮৫৭: হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী
১৮৮৭: মুকুন্দ দাস, বাঙালি চারণকবি
১৮৯৮: প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু
১৯০০: লুইস বুনুয়েল, আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক

লুইস বুনুয়েল পোর্তোলেস ১৯০০ সালের ২২ ফেব্রুয়ারি স্পেনে জন্মগ্রহণ করেন। তিনি স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও পরাবাস্তববাদী শিল্পকলা আন্দোলনের নেতা। তিনি স্পেন ছাড়াও মেক্সিকো ও ফ্রান্সে কাজ করতেন। এছাড়া, যুক্তরাষ্ট্রেও কাজ করেছেন। তাকে চলচ্চিত্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক মনে করা হয়।

মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসে বুনুয়েলের মৃত্যুসংবাদে লেখা হয় যে, ‘তিনি একজন প্রথাবিরোধী, নীতিবাদী ও বিপ্লবী ব্যক্তি, যিনি তার যৌবনে আভঁ-গার্দ অধিবাস্তববাদ আন্দোলনের একজন নেতা এবং এর অর্ধশতাব্দী পরে একজন আধিপত্য বিস্তারকারী আন্তর্জাতিক চলচ্চিত্র পরিচালক ছিলেন। ’ বুনুয়েলের প্রথম চলচ্চিত্রটি ছিল আ শিয়াঁ অঁদালু নামে একটি নির্বাক চলচ্চিত্র। এটিকে মার্কিন চলচ্চিত্র সমালোচক রজার এবার্ট ‘সর্বকালের সবচেয়ে বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ আখ্যা দেন। এর ৪৮ বছর পরে তার সর্বশেষ চলচ্চিত্র সেতোবস্ক্যুর ওবজে দ্যু দেজির-এর জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বোর্ড অব রিভিউ এবং ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস বুনুয়েলকে সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার দেয়।

বুনুয়েলকে ১৯২০-এর দশকের অধিবাস্তববাদী আন্দোলনের সঙ্গে প্রায়শই জড়িত করা হয়। তিনি ১৯২০-এর দশক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত চলচ্চিত্র নির্মাণ করেন। দু’টি মহাদেশে ব্যাপ্ত ও তিনটি ভাষায় নির্মিত তার চলচ্চিত্রগুলোর প্রকারও ছিল ভীষণ বিচিত্র। এত বৈচিত্র্য সত্ত্বেও চলচ্চিত্র নির্মাতা জন হাস্টনের মতে বুনুয়েলের চলচ্চিত্রগুলো এতই স্বতন্ত্র যে মুহূর্তেই চিনতে পারা যায়। সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক ইংমার বারিমান বলেন, ‘বুনুয়েল প্রায় সব সময়ই একটি বুনুয়েল ধরনের চলচ্চিত্র নির্মাণ করতেন। ’ ইতিহাসের সর্বকালের সেরা সহস্র চলচ্চিত্রের তালিকা দে শুট পিকচার্স, ডোন্ট দে?-তে বুনিউয়েলের ১৫টি চলচ্চিত্র স্থান পেয়েছে। তার চেয়ে বেশি চলচ্চিত্র রয়েছে কেবল জঁ-ল্যুক গদারের (১৬টি)। একই তালিকায় তাকে সর্বকালের সেরা ২৫০ পরিচালকদের মধ্যে ত্রয়োদশ স্থান দেওয়া হয়।

১৯৮৩ সালের ২৯ জুলাই ৮৩ বছর বয়সে মেক্সিকোতে বুনুয়েলের মৃত্যু হয়।

১৯৪৩: গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার
১৯৫৫: ফরিদুর রেজা সাগর, বাংলাদেশি শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব

মৃত্যু
১৮১৬: অ্যাডাম ফার্গু‌সন, স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক 
১৯০৪: লেসলি স্টিফেন, ইংরেজ লেখক ও সমালোচক
১৯৪৪: কস্তুরবা গান্ধী, মহাত্মা গান্ধীর স্ত্রী
১৯৫২: শহীদ শফিকুর রহমান
১৯৫৮: আবুল কালাম আজাদ, ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এফএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।