ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রয়াণ অরবিন্দ মুখোপাধ্যায়

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১, ২৭ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ জমাদিউস সানি ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৬৩: ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
১৯৭২: বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাপান।
১৯৭৪: স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।
১৯৯৬: আইবিএম সুপার কম্পিউটার ডিপ ব্লু  প্রথমবারের মতো দাবা খেলায় গ্যারি কাসপারভকে পরাজিত করে।
২০১২: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন।

জন্ম
১৮৪৭: নবীনচন্দ্র সেন, বাঙালি কবি।
১৮৮৭: শ্যামমোহিনী দেবী, নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা
১৮৯০: বরিস পাস্তেরনাক, সাহিত্যে নোবেল জয়ী রাশিয়ার লেখক
১৮৯৭: নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ভাইরাসবিদ জন ফ্রাঙ্কলিন এনডার্স জন্মগ্রহণ করেন।
১৮৯৮: জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখট
১৯০২: নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন জন্মগ্রহণ করেন।
১৯১০: নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান খ্রিস্টান ভিক্ষু ডমিনিকুয়ে পিড়ে জন্মগ্রহণ করেন।
১৯৩৮: আব্দুল জব্বার, বাংলাদেশি সঙ্গীত শিল্পী
১৯৪২: ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়স
১৯৬২: সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান
১৯৬৭: আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক লরা ডেরন

মৃত্যু
১৮৩৭: রাশিয়ান কবি ও লেখক আলেকজান্ডার সের্গেইয়েভিচ পুশকিন মৃত্যুবরণ করেন।
১৮৯১: রাশিয়ান বংশোদ্ভূত সুইডিশ গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী সোফিয়া কভালেভস্কায়া মৃত্যুবরণ করেন।
১৯১২: জোসেফ লিস্টার, ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক।
১৯১৮: নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান সৈনিক ও সাংবাদিক আর্নেস্তো টেরডোরো মনেটা মৃত্যুবরণ করেন।
১৯২৩: উইলিয়াম কনরাড রন্টজেন, একজন জার্মান পদার্থবিদ
১৯৩০: অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ
২০০৫: আর্থার মিলার, মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক
২০১৬: অরবিন্দ মুখোপাধ্যায়, বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

অরবিন্দ মুখোপাধ্যায়ের জন্ম ১৯১৮ সালে ১৮ জুন পিতা ডা. সত্যচরণ মুখোপাধ্যায়ের কর্মক্ষেত্র ও স্থায়ী বাসস্থান বিহারের পূর্ণিয়া বিভাগের কাটিহার জেলার মণিহারীতে। তার মা মৃণালিনী দেবী।

স্থানীয় স্কুল থেকে ১৯৩৯ সালে ম্যাট্রিক পাস করার পর চলে আসেন শান্তিনিকেতনে। সে সময় কলাভবনে তার সহপাঠী ছিলেন সত্যজিৎ রায়। বিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ মতো সাহিত্য পাঠ করতেন। নাটক গল্প ইত্যাদিতে তার আগ্রহ বাড়তে থাকে। শান্তিনিকেতনে বিজ্ঞান-পাঠ শেষ করে ভর্তি হন ১৯৪২ সালে বাঁকুড়া মেডিক্যাল কলেজে, কিন্তু মন পড়ে থাকে নাটক, গল্প সিনেমায়। বাংলার খ্যাতনামা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) তার অগ্রজ ছিলেন।

তৃতীয় বর্ষে কলেজের ভিতরেই তার পরিচালিত নাটক দেখে অন্নদাশঙ্কর রায় বলেন, ঢুলু, তোমার আর্টের লাইনে যাওয়াই ভালো। ওটাই তোমার ঠিক জায়গা।

প্রসঙ্গত, ‘ঢুলু’ ছিল অরবিন্দের ডাক নাম। পরবর্তীকালে চলচ্চিত্র জগতে তিনি ‘ঢুলুদা’ বা ‘ঢুলুবাবু’ নামেই পরিচিত হন। কলকাতায় ডাক্তারি পরীক্ষা দিতে এসে বিমল রায়ের ‘উদয়ের পথে’ সিনেমা দেখে আরো বেশি উৎসাহিত হন।

শেষপর্যন্ত চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ায় ইতি টেনে চলে এলেন চলচ্চিত্র জগতে। বড় ভাই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প নিয়ে ‘কিছুক্ষণ’ ছবিটি করেন। প্রথম ছবির পরিচালনাতেই মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন। ছবিটি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এরপর একের পর এক ছবি করেছেন তিনি। আহ্বান, নতুন জীবন, পিতাপুত্র, নায়িকার ভূমিকায়, ধন্যি মেয়ে, নিশিপদ্ম, মৌচাক অগ্নীশ্বরের মতো ছবি আজও তাকে স্মরণীয় করে রেখেছে। তিনি মোট ২৬টি পূর্ণদৈর্ঘ্যের ছবি, তিনটি টেলিফিল্ম ও একটি ধারাবাহিকের পরিচালনা করেন। বাংলার ‘নিশিপদ্ম’ ছবিটি হিন্দিতে ‘অমর প্রেম’-এর চিত্রনাট্য তিনি রচনা করেন এবং ফিল্মফেয়ার অ্যাডওয়ার্ড পান।

২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি ৯৮ বছর বয়সে বুধবার কলকাতায় নিজ বাসভবনে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।