ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জির প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জির প্রয়াণ অনিল মুখার্জি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
রোববার, ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২৪ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ জমাদিউস সানি ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৫৬: অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৯৭৪: মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।
১৯৯১: পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূমণ্ডলে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২: অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
১৭০০: ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্ম নেন।
১৮১২: চার্লস ডিকেন্স, ইংরেজ ঔপন্যাসিক
১৮৭১: আমাশয় রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।
১৮৮৫: সিনক্লেয়ার লুইস, মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।
১৯০৪: চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়
১৯০৭: বিধায়ক ভট্টাচার্য, ভারতীয় বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক
১৯৭৮: অ্যাশটন কুচার, মার্কিন অভিনেতা

মৃত্যু
১৮৯৪: বিখ্যাত সুর স্রষ্টা এবং স্যাক্সোফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯১১: হ্যারি গ্রাহাম, মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৮২: অনিল মুখার্জি, বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ।
অনিল মুখার্জি বা অনিল মুখোপাধ্যায় বাংলাদেশি সাম্যবাদী রাজনীতিবিদ ও লেখক। তিনি ১৯১২ সালের ১০ অক্টোবর বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি বাংলাদেশ ও ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি।
১৯৩০ সালে কলেজে পড়ার সময় আইন অমান্য আন্দোলন করে কারারুদ্ধ হন অনিল মুখার্জি। মেদিনীপুর জেলে থাকার সময় সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণের অভিযোগে ব্রিটিশ সরকার তাকে আন্দামানে সেলুলার জেলে পাঠায়।
১৯৩৮ সালে মুক্তি পেয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি। ১৯৪৬-এ নারায়ণগঞ্জ সুতাকল শ্রমিকদের ধর্মঘটে বিশেষ ভূমিকা নেন। দেশভাগ হলে পূর্ব পাকিস্তানে ৮ বছর জেলবন্দি থাকেন। মুক্তি পেলেও রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার অপরাধে তাকে আত্মগোপন করতে হয় ১৯৭১ সাল অবধি। গোপনে মস্কো সফর এবং পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে ৭৫টি পার্টির মহাসম্মেলনে প্রতিনিধিত্ব করেন তিনি।
অনিল মুখার্জি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা নেন। তিনি ১৯৭৩ ও ১৯৮০ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো—সাম্যবাদের ভূমিকা, শ্রমিক আন্দোলনের হাতে খড়ি, স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি ও হারানো খোকা।
১৯৮২ সালের ৭ ফেব্রুয়ারি মারা যান এ রাজনীতিবিদ।
১৯৮৪: জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী
২০০৫: নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক।
২০১৫: রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।