ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

অগ্নিযুগের বিপ্লবী আশালতা সেনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
অগ্নিযুগের বিপ্লবী আশালতা সেনের জন্ম বিপ্লবী আশালতা সেন

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১, ২২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ২২ জমাদিউস সানি ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬৪৯: প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৮১৭: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।
১৮১৮: চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
১৮৮৯: গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯০০: মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯২৩: অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
১৯৩৭: চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
১৯৬৬: লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’-এ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।
১৯৭৪: জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস হয়।
২০১৩: যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।
 

জন্ম
১৭৯৯: ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল
১৮৪০: টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ
১৮৯৪: অগ্নিযুগের নারী বিপ্লবী আশালতা সেনের জন্ম

আশালতা সেন ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, সক্রিয় কর্মী, কবি ও সমাজসেবক।

তিনি ১৮৯৪ সালের ৫ ফেব্রুয়ারি নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের বিদগাঁও গ্রামে। তার পিতার নাম বগলামোহন দাশগুপ্ত ও মাতার নাম মানদাসুন্দরী দাশগুপ্ত। পিতা ছিলেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবী।

আশালতা সেন ১৯০৪ সালে মাত্র ১০ বছর বয়সে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মাসিক পত্রিকা অন্তঃপুর প্রকাশ করেন এবং তার জাতীয়তাবাদী কবিতা সুধীসমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করে। পরে তিনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন এবং ১৯০৫ সালে স্বদেশি আন্দোলনে সক্রিয় হন। ১৯২১ সালের অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর আদর্শ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। তিনি তখন ঢাকা গেণ্ডারিয়ায় নিজ বাড়িতে নারীদের জন্য ‘শিক্ষাশ্রম' নামে একটি বয়নাগার তিনি স্থাপন করেন। নারীদের জন্য বেশ কয়েকটি সংগঠন গড়ে তুলেছিলেন। তৎকালীন পূর্ববাংলার নারীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগিয়ে তুলতে তিনি অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন।

১৯৩০ সালে মহাত্মা গান্ধীর ‘লবণ আইন’ অমান্য আন্দোলনের সময় প্রতিবাদস্বরূপ জনসমক্ষে লবণ তৈরি করে তিনি গ্রেফতার হন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে তিনি বুভুক্ষু মানুষের ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৪৬ সালে তিনি বঙ্গীয় ব্যবস্থা পরিষদ এবং ১৯৪৭ সালে দেশবিভাগের পর পূর্ব পাকিস্তানের আইনসভার সদস্য নির্বাচিত হন।

আশালতা সেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দেশের জনগণকে নানাভাবে সাহায্য করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কয়েকটি গানও রচনা করেন। ১৯৭২ সালে তিনি তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।

আশালতা সেনের বাড়িটি বর্তমানে ‘গেন্ডারিয়া মনিজা রহমান বালিকা বিদ্যালয়’ হিসেবে পরিচিত। ১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি দিল্লিতে মৃত্যুবরণ করেন।

১৯১৪: নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং
১৯১৫: নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ রবার্ট হফস্টাটার
১৯৩২: ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ
১৯৭৬: অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা
১৯৮৪: কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার
১৯৮৫: ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগিজ ফুটবলার
১৯৯২: নেইমার, ব্রাজিলীয় ফুটবলার

মৃত্যু
১৬০৮: জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট
১৮৫৯: তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন 'বঙ্গভাষা প্রকাশিকা সভা'র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
১৮৮১: বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল
১৯২১: সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
১৯৩২: রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
১৯৫৫: করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি
১৯৯৮: অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৯৯: নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ মৃত্যুবরণ করেন।
২০১৪: যূথিকা রায়, ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী
২০২০: কার্ক ডগলাস, মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক।
২০২০: মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী
২০২০: স্টানলি কোহেন, মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।