ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের প্রয়াণ আখতারুজ্জামান ইলিয়াস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৪ জানুয়ারি, ২০২১, সোমবার। ২১ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৪৯৩- কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।
•    ১৭৬২ - ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
•    ১৭৭৭ - আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
•    ১৮৪৭ - স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
•    ১৮৬১ - মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশিত হয়।
•    ১৮৭৭ - বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।
•    ১৮৮৫ - প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
•    ১৯২৯ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
•    ১৯৩৪ - ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
•    ১৯৪৭ - দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
•    ১৯৪৮ - পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
•    ১৯৪৮- সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
•    ১৯৯৯ - ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।

জন্ম
•    ১০৭৭ - চীনের সম্রাট ঝেজং।
•    ১৬৪৩ - বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক, ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, উদ্ভাবক ও দার্শনিক স্যার আইজ্যাক নিউটন।
•    ১৮০৯ - অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।  
•    ১৮১৩ - শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।
•    ১৯৪০ - নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং অনুবাদক গাও শিংশিয়ান।
•    ১৯৫০ - বাংলাদেশের কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন।

মৃত্যু

•    ১৯৪১ - নোবেল বিজয়ী ফরাসি দার্শনিক অঁরি বেগসঁ।  
•    ১৯৬০ - নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু।
•    ১৯৮৩ - রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাগর সেন।
•    ১৯৬১ - অস্ট্রীয় পদার্থবিদ এর‌উইন শ্রোডিঙ্গার।
•    ১৯৬৫ - কবি ও সমালোচক টিএস এলিয়ট।
•    ১৯৯৪ - ভারতীয় সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণ।
•    ১৯৯৭ - কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস।  
আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্য জগতে অন্যতম প্রশংসিত লেখক। তার লেখা উপন্যাস, গল্প ও প্রবন্ধে পাওয়া যায় ইতিহাস, রাজনৈতিক প্রজ্ঞা ও সূক্ষ্ম কৌতুকবোধ। কর্মজীবনের শুরুতে জগন্নাথ কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। তার তুমুল জনপ্রিয় রচনার মধ্যে রয়েছে ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) ও ‘খোয়াবনামা’ (১৯৯৬)। হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি ও আনন্দ পুরস্কারসহ এ লেখক পেয়েছেন আরও অনেক সাহিত্য সম্মাননা।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এএ/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।