ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ছবিতে যাত্রাবাড়ী মাছের আড়ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ছবিতে যাত্রাবাড়ী মাছের আড়ত যাত্রাবাড়ী মাছের আড়তে ক্রেতা-বিক্রেতাদের সমাগম। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ভোর হতে না হতেই শত শত মানুষের হাঁক-ডাক। বড়-মাঝারি ও ছোট মাছ নিয়ে সবাই ব্যস্ত।

বিক্রেতা ও ক্রেতাদের দর-দাম পুরোদমে জমে উঠেছে রাজধানীর যাত্রাবাড়ী মাছের আগত। সম্প্রতি ওই মাছের আগত থেকে কয়েকটি চিত্র ক্যামেরাবন্দি করেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন। প্রতিদিন সকালেই এভাবে রাস্তা বন্ধ করে জমে ওঠে যাত্রাবাড়ীর পাইকারি মাছের আড়ত। বাহারি মাছের পসরা সাজিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন বিক্রেতারা। রাস্তার অর্ধেক জায়গা দখল করে মাছের আড়তে চলে বেচাকেনা। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। করোনা মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই ক্রেতা-বিক্রেতার মধ্যে।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।