ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নিল আর্মস্ট্রংয়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
নিল আর্মস্ট্রংয়ের প্রয়াণ নভোচারী নিল আর্মস্ট্রং

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার। ১০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১০৯৫- মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।
১৬০৯- ইতালিয়ান পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই আইনপ্রণেতাদের সামনে তার আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র (টেলিস্কোপ) জ্যোতির্বিদ্যায় সার্থকভাবে প্রয়োগ করেন।
১৮২৫- উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।  
১৮৩০- বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৮৯৬- উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯- লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত প্লেন চলাচল শুরু হয়।  
১৯২০- এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয়।
১৯২১- যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।
১৯৪৪- জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।  
১৯৬০- রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।
১৯৮৯- একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।
১৯৯১- সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা।
১৯৯২- চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

জন্ম
১৫৩০- প্রথম রুশ জার চতুর্থ আইভান।
১৮৫০- একজন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী পাভেল আক্সেলরদ।
১৮৭২- বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আবদুল করিম গজনভি।
১৯০০- সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাস।  
১৯০৬- ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথ।
১৯১১- ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর ভো নগুয়েন গিয়াপ।
১৯১৬- নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনস।
১৯৩০- স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন কনারি।
১৯৪৭- বাংলাদেশি সংগীতশিল্পী প্রবাল চৌধুরী।

মৃত্যু
১৭৭৬- খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউম।  
১৮১৯- বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট।
১৮২২- জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার উইলিয়াম হার্শেল।
১৮৬৭- ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
১৯০০- জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশ।
১৯০৮- নোবেলজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী অঁরি বেকেরেল।
১৯৬৬- মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদ।
১৯৭৬- সাহিত্যে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসন।
২০১২- প্রথম চাঁদে অবতরণকারী মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং।

চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ১৯৬৯ সালের জুলাইয়ে এডউইন অলড্রিনকে সঙ্গে নিয়ে তিনি চাঁদের মাটিতে অবতরণ করেন এবং প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করেন। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়ে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পদকে ভূষিত হয়েছেন।

চাঁদে পা রেখেই অভিভূত নিল আর্মস্ট্রং বলেছিলেন, ‘মানুষের জন্য এটা ছোট পদক্ষেপ, তবে মানবজাতির জন্য বিশাল এক লাফ। ’ নিল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন আজ থেকে ৪০ বছর আগে। এই চল্লিশ বছরে বিজ্ঞান-প্রযুক্তি, শিল্প-সাহিত্যে মানুষ অনেক এগিয়েছে। এগিয়ে চলার পথে যুক্তরাষ্ট্রের দুই নভোচারীর অবদানও কিন্তু কম নয়। মানুষ তো নিজের সামর্থ্যের সীমা দেখেছিল সেখানেই।

পৃথিবীতে এমন মানুষ কী আছে, যার শৈশবে চাঁদের গল্প ছিল না? এমন কী কেউ আছেন, যিনি কখনেও চাঁদের দেশে যাবার স্বপ্ন দেখেননি? নিল আর্মস্ট্রং, দেখতেন। ওহাইয়োর ওয়াপাকোনেটায় জন্ম নেওয়া আর্মস্ট্রং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ সালে তার কর্মজীবন শুরু হয় টেস্ট পাইলট হিসেবে।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।