ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্রের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্রের প্রয়াণ প্যারীচাঁদ মিত্র

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ জুলাই ২০২০, বুধবার। ০৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৫৬- অটোমান তুর্কিরা বেলগ্রেড অধিকার করে।
১৯১২- ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেয়।
১৯১৭- আলেকজান্দার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
১৯৩৩- উইলি পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন। উড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে তার সময় লেগেছিল সাতদিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।
১৯৪৪- পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
১৯৪৬- ব্রিটেনে পাউরুটির রেশন চালু হয়।
১৯৪৭- ভারতের গণপরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।
১৯৭২- রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।
২০০৩- ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মুসেলের কাছে মার্কিন হামলায় নিহত হন।

জন্ম
১৭৮৪- জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ ফ্রিডরিশ ভিলহেল্ম।
১৮১৪- বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র।

তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতার এক বণিক পরিবারে জন্ম। আলালের ঘরে দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেন। নারী শিক্ষা প্রচারে যথেষ্ট স্বক্রিয়তার পরিচয় দেন।

প্যারীচাঁদ মিত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মানসূচক পদে অধিষ্ঠিত ছিলেন। যেমন: জাস্টিস অব পিস (১৮৬৩), কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো (১৮৬৪), জেল ও কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রের পরিদর্শক (১৮৬৪), কলকাতা হাইকোর্টের গ্র্যান্ড জুরি (১৮৬৮-১৮৭০), বঙ্গীয় আইন পরিষদের সদস্য (১৮৬৮-১৮৭০), কলকাতা মিউনিসিপ্যাল বোর্ডের অবৈতনিক ম্যাজিস্ট্রেট প্রভৃতি।

পরবর্তীকালে সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই প্যারীচাঁদ বিশেষ পরিচিতি লাভ করেন। তিনি দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড,  হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেক্টেটর পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আলালের ঘরের দুলাল (১৮৫৭), মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় (১৮৫৯), রামারঞ্জিকা (১৮৬০), কৃষিপাঠ (১৮৬১), ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮) এবং বামাতোষিণী (১৮৮১)। ইংরেজি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: A Biographical Sketch of David Hare (১৮৭৭), The Spiritual Stray Leaves (১৮৭৯), Stray Thought of Spiritualism (১৮৭৯), Life of Dewan Ramkamal Sen (১৮৮০) এবং Life of Coles Worthy Grant (১৮৮১)।

১৮৪৭- বিখ্যাত বাঙালি কৌতুক লেখক সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
১৮৮৭- নোবেলজয়ী জার্মান পদার্থবিদ গুস্তাফ হার্টস।
১৮৮৮- নোবেলজয়ী অণুজীববিজ্ঞানী সেলমান ওয়াসম্যান।
১৯২৬- মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী।

মৃত্যু
১৯১৮- প্রথম ভারতীয় বিমান চালক ইন্দ্রলাল রায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
১৯৭০- ‘মাসিক বসুমতী’ পত্রিকার অন্যতম সম্পাদক প্রাণতোষ ঘটক।
১৯৭৬- শিল্পকলাবিদ, প্রত্নতত্ত্ববিদ ও অধ্যাপক রবার্ট এরিক হুইলার।
১৯৯৫- বিখ্যাত ব্রিটিশ ক্রিকেটার হ্যারল্ড লারউড।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
টিএ/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।