ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের প্রয়াণ

49 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ জুলাই ২০২০, মঙ্গলবার। ৩০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

•    ১৬৩৬- শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।

•    ১৭৮৯- ফরাসি স্বৈরশাসক রাজা ষোড়শ লুইয়ের নির্যাতনের কেন্দ্র বাস্তিল দুর্গের পতন হয়।

এর মধ্য দিয়েই ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়। জয় হয় ফরাসি রাজত্বের শোষিত-নির্যাতিত মানুষদের। এই বিপ্লবের আগে রাজত্বের ৯৫ শতাংশ সম্পত্তির মালিক ছিল মাত্র ৫ ভাগ মানুষ। অথচ সেই ৫ ভাগ মানুষই কোনো আয়কর দিতো না। যারা আয়কর দিতো তাদের কোনো সুযোগ-সুবিধাও দেওয়া হতো না। এই অসম ব্যবস্থার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বাস্তিল দুর্গে বন্দি করে নির্যাতন করা হতো। এখানে কেউ একবার বন্দি হলে তার জীবন নিয়ে ফিরে আসার সম্ভাবনা থাকতো না। নিপীড়ন সইতে সইতে একসময় মানুষ রুখে দাঁড়ায়। এদিনই বিক্ষুব্ধ জনতা বাস্তিল দুর্গ অভিমুখে রওয়ানা হয়। রাজবন্দিদের মুক্তি দেওয়ার শর্ত জনতা স্বৈরশাসকদের দিলেও তারা তা মানেনি। তখনই জনতার ঢেউ বাস্তিল দুর্গে ঝাঁপিয়ে পড়ে। এসময় সামরিক শক্তি কামানসহ অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করে জনতার বিরুদ্ধে। প্রাণ যায় দুইশ’ বিপ্লবীর। কিন্তু শেষতক জয় হয় সাম্য-স্বাধীনতার স্লোগানধারী বিপ্লবীদের।

•    ১৭৯৯- সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ‘ফিরিঙ্গি হুকুমত’-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখযুদ্ধে লিপ্ত হন।

•    ১৮৬৭- আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।

•    ১৯১৮- টর্পেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।

•    ১৯৩০- বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।

•    ১৯৫৮- ইরাকে গণতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। রাজতন্ত্র বিলুপ্ত করে ঘোষণা করা হয় প্রজাতন্ত্র। এই বিপ্লবে সপরিবারে নিহত হন ইরাকের শেষ বাদশাহ দ্বিতীয় ফয়সাল। তার পতনের মধ্য দিয়ে ৩৭ বছরব্যাপী হাশেমি রাজত্বের অবসান ঘটে।

জন্ম

•    ১৭৫৬ - টমাস রোলান্ডসন, ব্রিটিশ কবি।

•    ১৯০৩ - আর্ভিং স্টোন, মার্কিন লেখক।

•    ১৯০৪- নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গার।

•    ১৯১৮- সুইডিশ চলচ্চিত্রকার ইনগ্রিড বার্গমান।

•    ১৯১৩ - ফ্রিৎজ আর্থার, জার্মান রাজনীতিবিদ।

•    ১৯১৩ - জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি।

•    ১৯১৮ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।

মৃত্যু

•    ১২২৩- দ্বিতীয় ফিলিপ, ফ্রান্সের রাজা।

•    ১৯০৪- আইজ্যাক সিঙ্গার, নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক।

•    ১৯০৭- রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিন।

•    ১৯৫৪- নোবেলজয়ী স্প্যানিশ নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেস।

•    ১৯৭১- রসায়নবিদ পুলিনবিহারী সরকার।

•    ১৯৮৩- তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাও।

•    ২০১২- মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম।

১৯২৩ সালের ২৫ ডিসেম্বর জন্ম। বাংলাদেশের স্থাপত্য পেশা চর্চার পথিকৃৎ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও লাইব্রেরি ভবন, জীবন বীমা ভবন, নতুন রাঙামাটি শহর পরিকল্পনা, কৃষি উন্নয়ন করপোরেশন, বিসিএসআইআর লাইব্রেরি ভবন, সড়ক গবেষণা পরীক্ষাগার, বিশ্ব ব্যাংক অফিস ভবন ইত্যাদি।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।