ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি ওয়াল্ট হুইটম্যানের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মে ৩১, ২০২০
কবি ওয়াল্ট হুইটম্যানের জন্ম

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

৩১ মে ২০২০, রোববার। ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৯০- মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮০৭- খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
১৮২৪- প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮৯- প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।

সুউচ্চ এ লৌহকাঠামোটি ফ্রান্সের অন্যতম একটি স্থাপনা। ফরাসি বিপ্লবের শতবর্ষপূর্তিতে নির্মাণ করা হয় এ স্থাপনাটি। গুস্তাভ আইফেলের নামানুসারে এর নামকরণ করা হয়। তার কোম্পানিই এ টাওয়ার নির্মাণ প্রকল্পটি গ্রহণ করেছিল। টাওয়ারটির উচ্চতা ৩২০ মিটার (১০৫০ ফুট)। ১৯৩০ সাল পর্যন্ত আইফেল টাওয়ার ছিল পৃথিবী সবচেয়ে উঁচু স্থাপনা।

১৯২১- মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৬৬- সাবেক সোভিয়েত ইউনিয়ন ‘লুন টেন’ নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।

জন্ম
১৫৯৬- ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক রেনে দেকার্ত।

তিনি পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক হিসেবে স্বীকৃত। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক। তাছাড়া তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যকার সম্পর্ক নিরূপন করেন।

১৮১৯- মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান।

তাকে মুক্তছন্দের জনক বলা হয়। তিনি সাহিত্যে তুরীয়বাদ ও বাস্তবতাবাদের সম্মিলন ঘটিয়েছিলেন। তার রচনা সাহিত্য মহলে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে। কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষকতা এবং আমেরিকান গৃহযুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন। ১৮৯২ সালের ২৬ মার্চ জীবনাবসান ঘটে।

১৮৬০- চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট।
১৯১৪- সাহিত্যে নোবেলজয়ী মেক্সিকান কবি অক্তাবিও পাজ।
১৯১৫- অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।
১৯৬৫- আমেরিকান অভিনেত্রী ও মডেল ব্রোক শিল্ড।

মৃত্যু
১৬৩১- ব্রিটিশ কবি জন ডান।
১৬৬৩- মুঘল সেনাপতি ও বাংলার নামকরা সুবাদার মীর জুমলা।
১৮৩২- ফরাসি গণিতবিদ এভারিস্ত গালোয়া।
১৯১৭- নোবেলজয়ী জার্মান জীববিজ্ঞানী এমিল ভন বেহরিং।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।