ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শেরেবাংলা একে ফজলুল হকের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
শেরেবাংলা একে ফজলুল হকের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়- যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

২৭ এপ্রিল ২০২০, সোমবার। ১৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১০৬৪- আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন।
•    ১৫২৬- বাবর দিল্লির বাদশাহ হন এবং মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
•    ১৫৬৫- ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ ‘সেবু’ স্থাপিত হয়।
•    ১৬৬৭- কবি জন মিল্টন তার প্যারাডাইস লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রি করেন।
•    ১৯৫০- ব্রিটেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
•    ১৯৬০- টুগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
•    ১৯৭২- অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
•    ১৯৮৯- বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হন।

জন্ম
•    ১৭৫৯- অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা মেরি ওলস্টোনক্রাফট।
•    ১৭৯১- টেলিগ্রাফের আবিষ্কারক স্যামুয়েল মোরস।
•    ১৮২০- ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেনসার।
•    ১৮২২- যুক্তরাষ্ট্রের ১৮তম প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্ট।

মৃত্যু
•    ১৮৮২- বিখ্যাত মার্কিন লেখক ও চিন্তাবিদ রালফ ওয়ালদু এমারসন।
•    ১৯৬২- রাজনীতিবিদ ও জননেতা শেরেবাংলা একে ফজলুল হক।

তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) ও পূর্ব পাকিস্তানের গভর্নরের পদসহ (১৯৫৬-১৯৫৮) বহু পদে অধিষ্ঠিত ছিলেন। লোকপ্রিয়ভাবে ‘শেরেবাংলা’ বা হক সাহেব রূপে পরিচিত আবুল কাশেম ফজলুল হক বরিশালের বাকেরগঞ্জ দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তার মৃত্যু হয়। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের দক্ষিণপ্রান্তে শিশু একাডেমির পশ্চিমপাশে তিন নেতার সমাধির মধ্যে একটি হলো তার।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।