ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার। ০৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

•   ৭৫৩- রোম নগরীর প্রতিষ্ঠা।

•   ৮২৯- ব্রিটেনের প্রথম রাজা হিসেবে সেক্সশান এগবার্ট ক্ষমতায় অধিষ্ঠিত হন।

•   ১৫২৬- পানি পথের প্রথম যুদ্ধ হয়।

•   ১৯৫২- লন্ডন ও রোমে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু হয়।

•   ১৯৬২- আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু হয়।

•   ১৯৭৫- ভারতের ফারাক্কা ব্যারেজ চালু হয়।

জন্ম

•   ১৮২৮- প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক ও ঐতিহাসিক হিপোলালিটি টেইনি।

•   ১৮১৬- ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টে।

•   ১৯৪৫- ভারতীয় ক্রিকেটার ও আম্পায়ার শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন।

•   ১৯৬৬- সংগীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।

 

মৃত্যু

•   ১৯১০- মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক স্যামুয়েল ল্যাঙ্গহোর্ন ক্লিমেন্স। তিনি অবশ্য ‘মার্ক টোয়েইন’ নামেই বেশি পরিচিত।

•   ১৯৩৮- পাকিস্তানের প্রখ্যাত কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা ইকবাল।

আল্লামা ইকবাল স্মরণীয় ও বরণীয় ইতিহাস। তার প্রতিটি রচনায় জীবনদর্শন ও প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। তিনি পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইরান ও আফগানিস্তান জুড়ে সমধিক পরিচিত।   তার কবিতা, দর্শন-উপলব্ধি, চিন্তা-চেতনা, বক্তৃতা ও লেখনীর মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সমাজ, সংস্কৃতি ও রাজনীতির বিষয়গুলো মূর্ত হয়েছে। তিনি শুধু কবি কিংবা দার্শনিক ছিলেন না। একজন জ্ঞানতাপস রাজনীতিবিদ হিসেবেও পরিচিত ছিলেন। ভারতের রাজনৈতিক বিবর্তনে তার ভূমিকা অপরিসীম। তিনি ইসলামের ভাবধারা ও চেতনার সাথে আধুনিক জাতীয়তার সমন্বয় ঘটিয়েছেন। মনীষীরা তাকে ‘যুগের স্রষ্টা, নতুন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও রূপকার’ হিসেবে অভিহিত করেন।

বিশ্বের বিভিন্ন ভাষায় আল্লামা ইকবাল অনূদিত হয়েছে। মানবতাবাদী কবি হিসেবে তিনি বিশ্বের সর্বত্র সমাদৃত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে তার ওপর গবেষণা-এষণা অব্যাহত রয়েছে।

•   ১৯৬৫- নোবেলজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন।

•   ১৯৮৪- সাংবাদিক, শিশুসাহিত্যিক ও সমাজসেবক মোহাম্মদ মোদাব্বের।

•   ২০১৩- ভারতীয় লেখক ও মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবী।

•   ২০১৫- ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী পূর্ণদাস বাউল।

•   ২০১৫- রাজনীতিবিদ ও ওডিশার সাবেক মুখ্যমন্ত্রী জানকীবল্লভ পট্টনায়ক।

•    ২০১৭- কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দ।

তিনি ১৯৫৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। লাকি হ্যাপি টাচ ব্যান্ডের সদস্য ছিলেন। তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘এই নীল মনিহার’, ‘আগে যদি জানতাম’, ‘আবার এলো যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না...’। তাকে আধুনিক বাংলা গানের সূচনাকারীদের অন্যতম একজন মনে করা হয়। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভোগার পর ২০১৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।