ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নাট্যকার মামুনুর রশীদের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
নাট্যকার মামুনুর রশীদের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার। ১৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৫০৪- ক্রিস্টোফার কলম্বাস নিজের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানের ওপর ভিত্তি করে একটি চন্দ্রগ্রহণের ভবিষ্যৎবাণী করেন।
১৭০৪- রানি অ্যানির যুদ্ধে ফরাসি ও আমেরিকান আদিবাসীরা ব্রিটিশ ম্যাসাচুসেটসের একটি গ্রাম আক্রমণ করে।
১৭১২- পূর্বের নিয়ম পুনরায় শুরু করতে সুইডেনে ২৯ ফেব্রুয়ারির পর ৩০ ফেব্রুয়ারি পালনের সিদ্ধান্ত গ্রহণ।
১৯৪০- ফিনল্যান্ড ও রাশিয়ার মধ্যে শীতকালীন যুদ্ধের শান্তি আলোচনা শুরু।
১৯৪৪- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাপুয়া নিউ গিনির অ্যাডমিরালটি দ্বীপ আক্রমণ করে মার্কিন বাহিনী।
১৯৯৬- বসনিয়‍ার রাজধানী সারয়েভোতে সার্ব সেনাবাহিনীর অবরোধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা।

জন্ম
১৬৯২- ইংরেজ কবি জন বায়রম।
১৭৩৬- ইংরেজ-আমেরিকান ধর্মীয় নেতা অ্যান লি।
১৮৯৬- ভারতীয় রাজনীতিবিদ মোরারজি দেসাই।
১৯২০- আমেরিকান কবি হাওয়ার্ড‌ নেমেরভ।
১৯৪৮- প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ মামুনুর রশীদ। শ্রেণিসংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার আদায়ের নানা আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে নাটক লিখে ও নির্দেশনা দিয়ে বাংলাদেশের নাট্য জগতে মামুনুর রশীদ হয়ে উঠেছেন অপরিহার্য। চার বছর পরপর গুণী এই শিল্পীর জন্মদিন উদযাপনের সুযোগ আসে। কারণ ২৯ ফেব্রুয়ারি, অধিবর্ষে জন্ম তার। সে হিসেবে এই ২৯ ফেব্রুয়ারি তার ১৮তম জন্মদিন!

তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষণীয়। অন্যদিকে চলচ্চিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। মামুনুর রশীদ নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও বেশ সময় দিচ্ছেন।

১৯৫৬- আমেরিকান বেসবল খেলোয়াড় জেরি ফ্রাই।

মৃত্যু
১৬০৪- ইংরেজ আর্চবিশপ জন উইটগিফট।
১৮২০- জার্মান ইতিহাসবিদ ও সমালোচক জোহান জোয়াকিম এস্কেনবার্গ‌।
১৯০৮- আমেরিকান শেরিফ পেট গেরেট।
২০০৮- আমেরিকান লেখক জ্যানেট কাগান।
২০০৮- জাপানি পণ্ডিত ও দার্শনিক আকিরা ইমাদা।
২০১২- ইংরেজ গায়ক ডেভি জোন্স।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।