ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ভালোবাসার উষ্ণতা...

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ভালোবাসার উষ্ণতা...

ঢাকা: বর্ষপঞ্জিতে এখন শীতকাল। কংক্রিটের এই শহরেও শীতের আবহ। বুধবার (২২ জানুয়ারি) শেষ বিকেলের হিমেল হাওয়ায় জড়োসড়ো মানুষ ও প্রাণিকূল।

বেইলি রোডে ব্যস্ত সড়কের পাশে ঠাঁই নিয়েছেন এ অচেনা বয়োবৃদ্ধ। খানিকটা মানসিক ভারসম্যহীন তিনি।

সঙ্গে একটা বস্তা, সম্বল হয়েছে কয়েকটা কম্বল।
বেইলি রোডে ব্যস্ত সড়কে বয়োবৃদ্ধ এক ব্যক্তি ও তার আয়েশীভাবের সঙ্গী তিন ককুর, ছবি: বাংলানিউজঅভিজাত অফিসার্স ক্লাবের সীমানা প্রাচীরে হেলান দিয়ে বসে ছিলেন আনমনে। তার এ আয়েশী ভাবের সঙ্গী তিনটি কুকুর। যে কম্বল বিছানো তার অর্ধেকটা আবার গায়ে জড়িয়ে দিচ্ছিলেন।
বেইলি রোডে ব্যস্ত সড়কে বয়োবৃদ্ধ এক ব্যক্তি ও তার আয়েশীভাবের সঙ্গী তিন ককুর, ছবি: বাংলানিউজপথচারীরা যারা যাচ্ছিলেন, দৃষ্টি পড়েছিল তাদের ওপর। মানুষে-কুকুরে এমনভাব হয়তো মনোযোগ কাড়ছিল সবার। নগরের এ শীত ফুটপাতে এনেছে ভালোবাসার উষ্ণতা!

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০ 
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।