ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কাটার মাস্টার মোস্তাফিজের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
কাটার মাস্টার মোস্তাফিজের জন্ম কাটার মাস্টার মোস্তাফিজের জন্ম

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’

৬ সেপ্টেম্বর, ২০১৮, বৃহস্পতিবার। ২২ ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৭৮ - হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

জন্ম
১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
১৯১৩ - লিওনিদাস, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৯৫ - মোস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্ম। বাঁ-হাতি এই পেসারকে ক্রিকেট বিশ্বে কাটার মাস্টার নামে অবিহিত করা হয়। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। আইপিএলেও অসাধারণ খেলেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি একদিনের আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন।

মৃত্যু
১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
১৯৯০ - লেন হাটন, ব্রিটিশ ক্রিকেটার।
১৯৯৫ - সলিল চৌধুরী, ভারতীয় সঙ্গীত পরিচালক।
১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।