ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে 

উইলিয়াম ব্লেকের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
উইলিয়াম ব্লেকের প্রয়াণ ...

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১২ আগস্ট, ২০১৮, রোববার। ২৮ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।  

ঘটনা
১৬৭৬ - নিউ ইংল্যান্ডে নেটিভ আমেরিকানদের যুদ্ধের সমাপ্তি।
১৭৬৫ - মোঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
১৮৭৭ - টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।
১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।  
১৯৬০ - প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস হয়।
১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম
১৮৮৭ - এর‌উইন শ্রোডিঙ্গার, অস্ট্রিয়ান পদার্থবিদ।
১৮৯১ - ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌, পূর্ব বাংলার প্রথম গভর্নর।
১৮৯৫ - অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা।

মৃত্যু
১৮২৭ - উইলিয়াম ব্লেক, ব্রিটিশ কবি ও শিল্পী। ১৭৫৭ সালের ২৮ নভেম্বর জন্ম। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবিতা এবং চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়। খেয়ালি মেজাজ ও অনন্য দৃষ্টিভঙ্গির কারণে সমসাময়িকদের অনেকে তাকে পাগল ভাবতেন। কিন্তু পরবর্তী যুগের সমালোচকরা তার প্রকাশভঙ্গী ও সৃজনশীলতা এবং তার লেখা ও ছবির দার্শনিক ও আধ্যাত্মিক অন্তঃসার দেখে মুগ্ধ হয়েছেন। ১৮৫৭ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।
১৮৪৮ - জর্জ স্টিফেনসন, স্টিম ইঞ্জিনের রূপকার ও ব্রিটিশ উদ্ভাবক।
১৯৫৫ - জার্মান লেখক, নোবেল বিজয়ী টমাস মান।
১৯৬০ - ইন্দিরা দেবী চৌধুরানী, সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এনএইচটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।