ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম চিত্রশিল্পী এস এম সুলতান। ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১০ আগস্ট ২০১৮, শুক্রবার। ২৬ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬৭৫ - রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
১৮২১ - মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
১৯১১ - ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন নেওয়ার পক্ষে ভোট দেন।
১৯১৩ - বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানীয় সাম্রাজ্যের সঙ্গে মিত্র পক্ষের ঐতিহাসিক সেভ্র চুক্তি (Traité de Sevres) স্বাক্ষরিত হয়।
১৯৩৭ - চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য হামলা চালায় জাপান।
১৯৪৫ - দ্বিতীয় মহাযুদ্ধের শেষ লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
২০০৭ - বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়।

জন্ম
১৮৭৪ - হার্বার্ট হুভার, যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
১৯২৩ - এস এম সুলতান, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলে জন্ম। তার চিত্রকর্মের মধ্যে ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজ। বাংলার ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। ১৯৮২ সালে তাকে ‘এশিয়ার ব্যক্তিত্ব’ হিসেবে ঘোষণা করে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
১৯৭৩ - হাভিয়ের জানেত্তি, আর্জেন্টাইন ফুটবলার।

মৃত্যু
২০০২ – মাইকেল হাউজার, মার্কিন গিটারিস্ট।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।