ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ইতিহাসের এই দিনে

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৬ জুলাই ২০১৮, শুক্রবার। ২২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে ক্যাথলিক কাউন্সিল।
১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
১৯১৯ - বিশ্বের প্রথম প্লেন আর-৩৪ আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
১৯৪৫ - নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।
১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন একে-৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।
১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। বিশ্ববিদ্যালয়টি ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে পদ্মা নদীর তীর ঘেঁষে অবস্থিত৷ ১৯৫৩ সালের ৬ জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
১৯৬৭ - নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।
১৯৭৯ - মিশরে নিল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রামেসিসের মমি আবিষ্কার হয়।  

জন্ম
১৯০১ - ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ।
১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ, মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।
১৯৫৩ - মাহমুদুর রহমান, বাংলাদেশি প্রকৌশলি, সাংবাদিক ও রাজনীতিবিদ।

মৃত্যু
১৮৫৪ - জর্জ সায়মন ওম, জার্মান পদার্থবিদ।
১৮৯৩ - গি দ্য মোপাসাঁ, বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।