ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

২০২১ সালেই মহাকাশে বিলাসবহুল হোটেল চালু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
২০২১ সালেই মহাকাশে বিলাসবহুল হোটেল চালু ২০২১ সালেই মহাকাশে বিলাসবহুল হোটেল চালু। ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্য প্রতিষ্ঠিত একটি মার্কিন কোম্পানি পৃথিবীর নিকটবর্তী মহাকাশে বিলাসবহুল হোটেল উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ‘অরোরা স্টেশন’ নামের হোটেলটি পর্যটকদের জন্য সাশ্রয়ী মূল্যে মহাকাশ ভ্রমণের সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে।

হোটেলটিতে থাকতে চাইলে ১২ দিনের একটি প্যাকেজ ট্যুরে পর্যটকদের গুনতে হবে প্রায় সাড়ে ৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০ কোটি টাকা)।

মহাকাশ থেকে পৃথিবীর নৈসর্গিক দৃশ্য উপভোগ করার সুযোগটি তৈরি করতে চলেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘অরিয়ন স্প্যান’।

আশা করা যাচ্ছে, ২০২১ সালেই হোটেলটি মহাকাশে পাঠাবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই অরিয়ন স্প্যানের ওয়েবসাইটে ভ্রমণইচ্ছুকদের জন্য হোটেল বুকিং দেওয়ার সুযোগ চালু হয়ে গেছে।

অরিয়ন স্প্যানের প্রধান নির্বাহী ফ্র্যাংক বাংগার বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য মহাকাশ ভ্রমণকে যথাসম্ভব সহজসাধ্য করা। আর আমরাই প্রথম মহাকাশে সাশ্রয়ীমূল্যের বিলাসবহুল হোটেল উৎক্ষেপণ করতে চলেছি।

জানা যায়, ব্যক্তিগত খরচে মহাকাশ ভ্রমণ এর আগেও হয়েছে। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে মোট সাতজন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ করেন। তাদের প্রত্যেকের জন্য খরচ পড়েছে ২০ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার। সে তুলনায় অরিয়ন স্প্যানের ট্যুর প্যাকেজকে বেশ সাশ্রয়ীই বলে মনে করেন অনেকে।

উৎক্ষেপণের পর অরোরা স্টেশন অবস্থান করবে ভূ-পৃষ্ঠ থেকে ৩২০ কিলোমিটার ওপরে। একযোগে সর্বোচ্চ চারজন অতিথি এতে থাকতে পারবেন। অতিথিদের আপ্যায়নের জন্য সেখানে মজুদ থাকবেন দু’জন ক্রু মেম্বার।

পৃথিবী থেকে ৪০৮ কিলোমিটার ওপরে অবস্থান করা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নকশা তৈরিতে প্রকৌশলীদের যে দল কাজ করেছিল, তারাই আরোরা স্টেশন নকশা করবেন। ভবিষ্যতে হোটেলটির আকৃতি আরও বড় করার পরিকল্পনা রয়েছে অরিয়ন স্প্যানের।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।