ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ভাষাসৈনিক আবুল কাসেমের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ভাষাসৈনিক আবুল কাসেমের প্রয়াণ ভাষাসৈনিক আবুল কাসেম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ মার্চ ২০১৮, রোববার। ২৭ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৩৯৯ - চতুর্দশ শতকে পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুর্কি-মোঙ্গল সেনাপতি তৈমুর লং সিন্ধু নদী অতিক্রম করে ভারতে আসেন।  
•    ১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য কোরান্ট’ প্রকাশিত হয় ।
•    ১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশদের শান্তি চুক্তি স্বাক্ষর।
•    ১৭৯৫ - কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগলবাহিনী পরাজিত হয়।
•    ১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন তার পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
•    ১৯১৭ – ব্রিটিশ বাহিনী বাগদাদ দখল করে।
•    ১৯২০ - নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা আমির ফয়সলের।
•    ১৯৩৫ - ব্যাংক অব কানাডার কার্যক্রম শুরু।
•    ১৯৩৮ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানির বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
•    ১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়।
•    ১৯৪৯ - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।
•    ১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।
•    ১৯৭৭ - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় তাদের সঙ্গে ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে ব্রাজিল।
•    ১৯৭৯ - সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।
•    ১৯৯০ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
•    ২০০৪ - স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি লোক আহত হয়।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
•    ১৭৮৭ - আইজাক নবোকভ, রুশ জেনারেল।
•    ১৮০৭ - লুই বুলাঝেঁ, ফরাসি চিত্রশিল্পী।
•    ১৮৪০ - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক।  
•    ১৯১৫ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
•    ১৯১৮ - ইন্দিরা দেবী, শিশুসাহিত্যিক।

মৃত্যু
•    ১৮০৯ - হান্না কাউলি, ব্রিটিশ নাট্যকার ও কবি।
•    ১৯৩১ - ফ্রিডখি সুর্নাউ, জার্মান চিত্রপরিচালক।
•    ১৯৫৫ - আলেকজান্ডার ফ্লেমিং, নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী।
•    ১৯৯১ - আবুল কাসেম, বাংলাদেশি রাজনীতিবিদ, লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি বাংলা ভাষা আন্দোলনের একজন স্থপতি এবং তমদ্দুন মজলিস ও বাংলা কলেজের প্রতিষ্ঠাতা। জাতীয় স্বীকৃতি হিসাবে তিনি বাংলা কলেজ ছাত্র মজলিস সমিতি পুরস্কার ও রাইর্টাস গিল্ড পুরস্কার (১৯৬৪), বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২), একুশে পদক (১৯৮৭), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৩), ইসলামিক ফাউন্ডেশন পুরস্কার ও চট্টগ্রাম সমিতি পদক (১৯৮৮) এবং জাতীয় সংবর্ধনা স্বর্ণপদক (১৯৮৯) লাভ করেন।  

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনএইচটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।