ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

কুইন্সল্যান্ড সৈকতে দেড়শ’ কেজির ‘রহস্য মাছ’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
কুইন্সল্যান্ড সৈকতে দেড়শ’ কেজির ‘রহস্য মাছ’ এ মাছটি নিয়েই রহস্য তৈরি হয়েছে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সমুদ্র সৈকতে দৈত্যাকার একটি মাছ ভেসে আসার ঘটনা ঘটেছে। যার ওজন ১৫০ কেজি। মুর পার্ক সৈকতে সম্প্রতি জন ও রিলে লিন্ডম দম্পতি মাছটি আবিষ্কার করেন।

তবে বহু বছর ধরে মাছের উপর গবেষণা চালালেও ‘রহস্য মাছটি’ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন নি জন লিন্ডম।

তিনি বলেন, আমার জীবনে আমি বহু মাছ দেখেছি, বড় বড় অনেক মাছ দেখেছি, কিন্তু এ মাছটির মতো আগে কোনো মাছ দেখিনি।

মাছটি লম্বায় অন্তত ৫ ফুট।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটির ছবি পোস্ট করে তা কেউ চিনতে পারে কি-না জনতে চেয়েছেন স্ত্রী রিলে লিন্ডম। তার উত্তরে অনেকেই অনেক মত দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ০০৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।