ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম বাউল সম্রাট শাহ আব্দুল করিম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার। ৩ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
৫৯০ - দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
৭০৬ - বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।
১৭৬৪ - স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।
১৭৯৮ - রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৮৩৫ - আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।
১৮৬২ - আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে। জাপানের আক্রমণে ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সেনা যুদ্ধবন্দি হয়।
১৯৮৯ - সোভিয়েত-আফগান যুদ্ধের পর আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।

জন্ম
১৫৬৪ - গ্যালিলিও গ্যালিলি, ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।
১৭১০ - পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা।
১৭৫৯ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।
১৮২০ - সুসান বি. অ্যান্থনি, মার্কিন সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার আন্দোলন ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী।
১৮২৫ - কার্টার হ্যারিসন সিনিয়র, মার্কিন রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র।
১৮৬১ - আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক।
১৮৭৪ - আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী।
১৯১৬ - শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল শিল্পী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্ম নেন তিনি। এ পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুর করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়। কয়েক বছর আগেও এসব গান শুধু ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী এ গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে আবদুল করিম দেশব্যাপী পরিচিতি লাভ করেন। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম-ভালোবাসার কথার পাশাপাশি তার গান কথা বলে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। ২০০১ সালে একুশে পদক লাভ করেন তিনি।
১৯২১ - রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।
১৯৩৫ - সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, নারীবাদী তাত্ত্বিক।
১৯৪০ - হামজা হাজ, ইন্দোনেশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার নবম উপরাষ্ট্রপতি।

মৃত্যু
৭০৬ - লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট।
৭০৬ - তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট।
১১৪৫ - দ্বিতীয় লুসিয়াস, পোপ।  
১৮৪২ - আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী।
১৮৬৯ - মির্জা গালিব, ভারতীয় কবি।
১৯৪৮ - সুভদ্রা কুমারি চৌহান, ভারতীয় কবি।
১৯৫৯ - ওয়েন উইলান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।
১৯৮৮ - রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৯ - হেনরি ওয়ে কেন্ডাল, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
২০০২ - হাওয়ার্ড‌ কে স্মিথ, মার্কিন সাংবাদিক ও অভিনেতা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।