ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

মাহমুদুল্লাহর জন্ম,সত্যেন্দ্রনাথের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
মাহমুদুল্লাহর জন্ম,সত্যেন্দ্রনাথের প্রয়াণ সত্যেন্দ্রনাথ বসু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৪ ফেব্রুয়ারি ২০১৮, রোববার। ২২ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৭৯৪ - ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে।  
১৯৪৮ - সিংহল (বর্তমান শ্রীলংকা) স্বাধীন হয়।
১৯৪৯ - নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
১৯৫২ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট শুরু।
১৯৬৯ - ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হন।
২০০৪ - সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার রুমমেট এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন।

জন্ম
১৮৭১ - ফ্রেডরিক এবের্ট‌, জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ, জার্মানির প্রথম রাষ্ট্রপতি।
বিজ্ঞানী।
১৯৩৬ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৪৩ - কেন থম্পসন, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও প্রোগ্রামার, বি প্রোগ্রামিং ভাষার সহ-স্থপতি।
১৯৭৪ - ঊর্মিলা মাতন্ডকর, ভারতীয় অভিনেত্রী।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ
১৯৮৬ - মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি ক্রিকেটার। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য। তিনি অল-রাউন্ডার, কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অকেশনাল অফ স্পিন বোলার। ২০০৭ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলে ডাক পান মাহমুদুল্লাহ। ওই সফরের তৃতীয় ওডিআই ম্যাচে তার অভিষেক হয়। বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি (১০৩) করার গৌরব অর্জন করেন তিনি। এছাড়াও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।

মৃত্যু
২১১ - সেপ্টিমিয়াস সেভেরাস, রোমান সম্রাট।
১৯১২ - মনমোহন বসু, বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক।
১৯৩৯ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৭৪ - সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), বাঙালি পদার্থবিদ। ১৮৯৪ সালের ১ জানুয়ারি কলকাতায় তার জন্ম। তার গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিদ্যা। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও তিনি নিজেকে সম্পৃক্ত করেন। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার সমর্থক ছিলেন তিনি। তার নেতৃত্বে কলকাতায় ১৯৪৮ সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠিত হয়। ১৯৭৪ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতায় তিনি  মৃত্যুবরণ করেন।
১৯৮৩ - ক্যারেন কার্পে‌ন্টার, মার্কিন গায়ক ও ড্রামার।
১৯৯০ - মৈত্রেয়ী দেবী, বাঙালি সাহিত্যিক।
১৯৯৮ - রবি ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।