ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

আইন যায় না মানা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
আইন যায় না মানা! নিয়ম ভেঙে পরিবার-পরিজন নিয়ে এক বাইকে চারজন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: মোটরসাইকেলে দু’য়ের অধিক ব্যক্তি ওঠায় রয়েছে আদালতের  নিষেধাজ্ঞা। ট্রাফ্রিক আইনেও দু’জনের বেশি ওঠার সুযোগ নেই। দু’জন উঠলেও হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু নিজের প্রয়োজনে আইনের তোয়াক্কা না করাই যেন সাধারণ মানুষের নিয়ম!

নিজের, পরিবারের নিরাপত্তার চেয়ে কখনো-সখনো নিয়ম ভাঙাই বড় হয়ে ওঠে।  

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর গাবতলী এলাকায় দেখা গেলো এক ব্যক্তি তার পরিবার নিয়ে যাচ্ছেন মোটরসাইকেলে।

সব নিয়ম ভেঙেই তিনি পরিবার নিয়ে চলেছেন।

পেছনে বসিয়েছেন স্ত্রী ও এক সন্তানকে। আর নিজের সামনে তেলের ট্যাংকির উপর বসিয়েছেন আরও এক সন্তানকে। সামনের জনকে এমনভাবে বসিয়েছেন যে তার নিজের চেহারাও ঠিকমতো দেখা যাচ্ছে না। এভাবে সামনে বসালে চালাতে সমস্যা হওয়ার পাশাপাশি রাস্তা দেখতেও সমস্যা হয়।

এভাবে ঝুঁকি নিয়ে বসিয়ে তিনি যে খুব শান্তিতে বাইক চালাতে পারছিলেন না তা তার চালানোর ভঙ্গিতেই টের পাওয়া যাচ্ছিলো। বাইকে থাকা চারজনের মধ্যে তিনজনেরই মাথায় হেলমেট নেই।

পরিবার নিয়ে যেখানে বেশি নিরপত্তার কথা ভাবে মানুষ সেখানে এই ব্যক্তি আইন তোয়াক্কা না করে নিয়েছেন আরও বেশি ঝুঁকি।  

এই চিত্র নতুন নয়, অহরহই দেখা মেলে শহরে। আইন না মানার মধ্যেও যেন একধরনের বাহাদুরি!

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।