ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন 

স্যার ওয়াল্টার স্কটের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
স্যার ওয়াল্টার স্কটের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার। ৬ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

•    ১৭৯২ খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।
•    বিশ্ব শান্তি দিবস।
•     ১৯৬৪ সালের এই দিনে মাল্টা স্বাধীনতা লাভ করে।
•    ১৯৮০ সালের এই দিনে ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করে।
•    ১৯৮১ সালের এই দিনে যুক্তরাজ্যের কাছ থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।
•    ১৯৮৪ সালের এই দিনে ব্রুনেই জাতিসংঘে যোগ দেয়।
•    ১৯৮৯ সালের এই দিনে সেনেগাল ও জাম্বিয়ার কনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙে যায়।
•    ১৯৯১ সালের এই দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।  

 জন্ম
•    ১৮৬৬ - ইংরেজ কথাসাহিত্যিক এইচ জি ওয়েলস।
•    ১৯০৯ - ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমা।
•    ১৯২৬ সালের এই দিনে পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান জন্মগ্রহণ করেন।
•    ১৯৪৭-মার্কিন লেখক স্টিফেন কিং।
•    ১৯৫৪-জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
মৃত্যু
•    ১৮৬০-জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।
•    ১৮৮৭-অযোধ্যায় শেষ নবাব সঙ্গীতামোদী ওয়াজেদ আলী শাহ।
•    ১৯৩৩ সালের এই দিনে ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্টের মৃত্যু।  
•    খ্রিস্টপূর্ব ১৯ সাল-পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, একজন প্রাচীন রোমান কবি।
•    ১৮৩২ সালের এ দিনে বিখ্যাত ইংরেজ কবি, ঔপন্যাসিক ও ঐতিহাসিক স্যার ওয়াল্টার স্কট পরলোকগমন করেন। তিনি ১৭৭১ সালে জন্মগ্রহণ করেছিলেন। এক অর্থে ওয়াল্টার স্কটই প্রথম ইংরেজ ভাষাভাষী লেখক যিনি তার জীবদ্দশাই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার রচনা সমসাময়িক ইউরোপ, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকায় সমাদৃত হয়েছে। আইভানহো, রব রয়, দ্য লেডি অব দ্যা লেক তার কালজয়ী সৃষ্টি।  

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।