ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-পেন্টাগনে সন্ত্রাসী হামলা হয়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-পেন্টাগনে সন্ত্রাসী হামলা হয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ সেপ্টেম্বর ২০১৬, রোববার। ২৭ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৫৩ - প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।
•    ১৮৯৫ - বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।
•    ১৯০৯ - ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।
•    ১৯৭০ - আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
•    ১৯৭৩ - চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল নেতা সালভেদর আলেন্দেকে হত্যার পর ক্ষমতা দখল করে প্রতিবিপ্লবীরা।
•    ২০০১ - যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দু’টি ও পেন্টাগনে একটি প্লেন আঘাত করে। এছাড়া আরেকটি যাত্রীবাহী প্লেন ভূপাতিত করা হয় পেনসিলভানিয়াতে। এতে প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনায় সন্ত্রাসী সংগঠন আল কায়েদাকে দায়ী করে তাদের দমনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করে যুক্তরাষ্ট্র। আল কায়েদা দমনে অভিযান চালানো হয় আফগানিস্তানে। তবে, আগেকার মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে দায় স্বীকার করলেও এ ঘটনার দায় স্বীকার করেনি ওসামা বিন লাদেনের আল কায়েদা। এ কারণে এ হামলার পেছনে সত্যিকারার্থে কারা জড়িত ছিল তা আজও রহস্যাবৃত রয়ে গেছে।
•    ২০১৫ - ‎মক্কায় ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে ১০৭ জন মারা যান।

ব্যক্তি
•    ১৮২৩ - থিওরি অব রেন্টের প্রবক্তা ইংরেজ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর মৃত্যু
•    ১৮৬২ - প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার ও হেনরির জন্ম।
•    ১৮৮৫ - ইংরেজ সাহিত্যিক ডি. এইচ লরেন্সের জন্ম।
•    ১৯০৭ - কবি সুফী মোতাহার হোসেনের জন্ম।
•    ১৯০৮ - ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসুর জন্ম।
•    ১৯৫০ - প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্ম। আধুনিক ঘরানার প্যারিস-প্রবাসী এই শিল্পীর চিত্রকর্মের খ্যাতি ইউরোপে ছড়িয়ে পড়েছে। । ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারি আর্টসের পঞ্চাশজনের একজন হিসেবে বার্সেলোনায় অলিম্পিয়াড অব আর্টস পদকে ভূষিত হন তিনি। ২০০০ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার এই মুক্তিযোদ্ধা শিল্পীকে স্বাধীনতা পদকে ভূষিত করে। চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধিও পেয়েছেন তিনি।
•    ১৯৪৮ - দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু
•    ১৯৮৭ - প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেনের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।