ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রমথ চৌধুরীর জীবনাবসান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
প্রমথ চৌধুরীর জীবনাবসান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার। ১৮ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
 
ঘটনা
•    ১৬৬৬ - লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার বাড়ি পুড়ে যায়। এই আগুন জ্বলেছিল প্রায় ৩ দিন।
•    ১৭৫২ - যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
•    ১৭৯২ - ফরাসি বিপ্লবের সময় তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশ’ পুরোহিতকে হত্যা করা হয়। এই ঘটনা ‘সেপ্টেম্বর গণহত্যা’ নামে পরিচিত।
•    ১৮০১ - ওসমানীয় ও ব্রিটিশ সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।
•    ১৮৭০ - সেদানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১ লাখ সৈন্যকে বন্দি করে প্রুশিয়ারা।
•    ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। টোকিও উপসাগরে জাপানের আত্মসমর্পণ।
•    ১৯৪৫ - ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।
•    ১৯৮১ - বেলিজের স্বাধীনতা অর্জন।
•    ১৯৯১ - এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
 
ব্যক্তি
•    ১৬৭৫ - ইংরেজ কবি উইলিয়াম সামারভিলের জন্ম
•    ১৯১০ - ফরাসি চিত্রশিল্পী অঁরি শো’র মৃত্যু।
•    ১৯২০ - বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।
•    ১৯৩৭ - আধুনিক অলিম্পিকের প্রতিষ্ঠাতা পিয়ের দ্য কুবের্তেনের মৃত্যু।
•    ১৯৪৬ – সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর মৃত্যু। প্রমথের পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার চাটমোহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিলাতে পড়াশোনা করে তিনি কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন। অধ্যাপনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজেও। পরে সাহিত্যচর্চায় মগ্ন হন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। প্রমথের সম্পাদিত ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটেরও প্রবর্তক। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধও রচনা করেন প্রমথ।
•    ১৯৫২ - বাঙালি পণ্ডিত বেণীমাধব দাসের জন্ম।
•    ১৯৬৭ - সঙ্গীতবিদ ওস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যু।
•    ১৯৬৯ - ভিয়েতনামের স্থপতি হো-চি-মিনের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।