ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কিংবদন্তি নায়ক-গায়ক কিশোর কুমারের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
কিংবদন্তি নায়ক-গায়ক কিশোর কুমারের জন্ম ছবি- সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৪ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার। ২০ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮৭০ - লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
•     ১৯১৪ - জার্মানি বেলজিয়াম দখল করে।
•     ১৯৪০- ইতালিয়ান সেনাবাহিনী কেনিয়া, সুদান ও ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে।
•     ১৯৭২ - উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিন চল্লিশ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

জন্ম
•     ১৭৯২ - ইংরেজ কবি পার্সি বিসি শেলি।
•     ১৯২৯ - বিখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা কিশোর কুমার। বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, ভোজপুরি, মালায়লম, ওড়িয়া ও উর্দুতে গান করেছেন এ গুণী শিল্পী। তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে।  
•     ১৯৪৭ - ষাট দশকের অন্যতম জনপ্রিয় কবি আবুল হাসান। পেশায় ছিলেন সাংবাদিক। ১৯৬৯ সালে যোগদান করেন দৈনিক ইত্তেফাকের বার্তাবিভাগে। এরপর গণবাংলা ও দৈনিক জনপদে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সৃজনশীল কবি হিসেবে কম বয়সেই খ্যাতিলাভ করেন আবুল হাসান। তার কবিতায় প্রতিফলিত হয়েছে- আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা।  
•     ১৯৬১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপ্রধান বারাক ওবামা।

মৃত্যু
১৮৭৫ - ডেনিশ লেখক ও রূপকথা-সংগ্রাহক হানস ক্রিস্টিয়ান অ্যান্ডারসন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।