ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

নির্মলেন্দু গুণের জন্ম, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
নির্মলেন্দু গুণের জন্ম, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যু নির্মলেন্দু গুণ ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

ঢাকা:‍ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ জুন ২০১৬, মঙ্গলবার। ৭ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৭৯ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
•     ১৮৮৭ – ব্রিটেন রানী ভিক্টোরিয়ার রাজত্বের সুবর্ণ জয়ন্তী পালন করে।
•     ১৯৯০ - কাসপিয়ান সাগরের কাছে এক ভূমিকম্পে ইরানের ৫০ হাজারের বেশি মানুষ মারা যায় এবং দেড় লাখ মানুষ আহত হয়।

জন্ম
•     ১৯৪৫ - বাংলাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ। তার কবিতার মূল বিষয় নারীপ্রেম, শ্রেণী-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধীতা। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশের পরই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮২ সালে বাংলা একাডেমি, ২০০১ সালে একুশে পদক ও ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন এই কালজয়ী লেখক।
•     ১৯৫৩ - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো।

মৃত্যু
•     ১৯৯১ - বাংলাদেশি কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। প্রতিবাদী রোমান্টিক কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন। তার জনপ্রিয় কবিতার মধ্যে ‘বাতাসে লাশের গন্ধ’ অন্যতম।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসএমএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।