ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

নারীর হাতে চাকা, মুন্সীগঞ্জে স্বচ্ছল মৃৎ শিল্পীরা

ফটো ও স্টোরি: মাহমুদ হোসেইন পিয়াস, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
নারীর হাতে চাকা, মুন্সীগঞ্জে স্বচ্ছল মৃৎ শিল্পীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ থেকে ফিরে: মৃৎ শিল্পের জায়গা অনেকাংশে প্লাস্টিক পণ্য দখল করে নিলেও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুমারপাড়ায় ১০ থেকে ১২টি পরিবার ধরে রেখেছে বংশ পরম্পরায় চলে আসা তাদের আদি পেশা।

মন্দা বাজারেও অর্থনৈতিকভাবে পরিবারগুলো স্বচ্ছল বলা চলে।

পুরুষকে বাণিজ্যিক কাজে বাইরে পাঠিয়ে নির্মাণ কাজের দায়িত্ব নিয়েছেন মিতা রাণী পাল ও শ্যামা পালরা।

ছোট-বড় হাড়ি, কলসী, ফুলদানী, মূর্তি, প্রদীপ, ছাইদানী, ধূপদানী, ইত্যাদি তৈরিতে ব্যস্ত নারীরা।


সংসার সামলানোর পাশাপাশি মাটি দিয়ে ছাঁচ বানানো, রোদে শুকানো, পুড়িয়ে দোকানে পাঠানো সবই করছে তারা এক হাতে।

আঘাতে যেনো ভেঙে না যায়, তাই শুকানোর জন্য বাড়ির উঠান ব্যবহার করেন তারা। ঝড়- বৃষ্টি থেকে রক্ষায় ব্যবহার করা হয় পলিথিন। এর মধ্যে কেবল মাটি সংগ্রহের কাজ করতে হয়ে পুরুষকে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ‍জুন ১২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।