ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ঐতিহাসিক ছয় দফা দিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ঐতিহাসিক ছয় দফা দিবস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৭ জুন ২০১৬, মঙ্গলবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১০৯৯ – ক্রুসেড বাহিনী জেরুজালেমে প্রবেশ করে।
•     ১৫৪৬ - আরড্রেস শান্তিচুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান।
•     ১৫৫৭ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
•     ১৯০৫ - সুইডেনের কাছ থেকে নরওয়ের স্বাধীনতা লাভ।
•     ১৯৬৬ - ঐতিহাসিক ছয় দফা দিবস। ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও শত শত লোক আহত হন।
•     ১৯৮৮– বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

জন্ম
•     ১৮৪৮ - বিখ্যাত ফরাসি চিত্রকর পল গগাঁ।
•     ১৮৭১ - ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ।
•     ১৯৫২ - ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী তুর্কি সাহিত্যিক ওরহান পামুক।

মৃত্যু
•     ১৮২৬ - জার্মান আলোকবিজ্ঞানী ইয়োসেফ ফন ফ্রাউনহোফার।
•     ১৯৫৪ - ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ অ্যালান টুরিং।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।