ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ব্রিটিশ সৈকতে ভেসে উঠলো এ কোন প্রাণী!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ব্রিটিশ সৈকতে ভেসে উঠলো এ কোন প্রাণী!

ঢাকা: সাউথ ওয়েলসে ব্রিটিশ পোর্ট টালবোত সৈকতে ভেসে উঠেছে অদ্ভুত এক সামুদ্রিক প্রাণীর দেহ। ১১ ফুট দীর্ঘ প্রাণীটি প্রথম নজরে পড়ে সৈকতে বেড়াতে আসা এক দম্পতির।

কিন্তু পরর্তীতে কেউই প্রাণীটিকে চিহ্নিত করতে পারেননি।

 


মেলনি রিজ (৪১) ও তার স্বামী মাইক (৪৭) জেলিফিশ ও অন্যান্য ছোট সামুদ্রিক প্রাণী প্রায়ই সৈকতে ভেসে উঠতে দেখেন। কিন্তু এ প্রাণীটি এবারই প্রথম দেখলেন তারা।
 
শুকনো গাছের গুঁড়ির মতো প্রাণীটির দেহাবশেষ দেখে মেলনির ধারণা, এটি তিমি হতে পারে।

প্রথম দেখায়, পড়ে থাকা প্রাণীর দেহাবশেষটি মেলনির কাছে ধ্বংসাবশেষের মতো লাগে। কিন্তু কাছে যাওয়ার পর দেখা গেলো, এর গায়ে খাঁজকাটা ও লেজের মতো অংশ রয়েছে।

এ ঘটনার এক সপ্তাহ পর মেক্সিকোর আকাপুলোর বোনফিল সৈকতে ১৩ ফুট লম্বা একটি প্রাণী ভেসে ওঠে। মেক্সিকোর ওই উপকূলে শক্তিশালী স্রোতের সঙ্গে ভেসে ওঠে এটি। প্রাণীটি দেখতে সেখানে জড়ো হয় অনেক মানুষ।

প্রাণীটির ছবি সোস্যাল মিডিয়ায় আপলোড করা হলে অনেকে বলেন, এটি জায়ান্ট স্কুইড হতে পারে। আবার অনেকেই বলছেন, এটি কোনো তিমি হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।