ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

রেসিপির নাম ‘খাও নিও মা মুয়াং’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জুন ১, ২০১৬
রেসিপির নাম ‘খাও নিও মা মুয়াং’

ঢাকা: খেতে চান খাও নিও মা মুয়াং! আম আর আঁঠালো ভাতের এ রেসিপি থাইল্যান্ডের হট সিজন ফেভারিট ফুড।

খাও নিও মা মুয়াং তৈরিতে আঁঠালো ভাতে মিষ্টি নারকেল দুধ মেশানো হয়।

টপার হিসেবে থাকে পাকা আমের স্লাইস। কখনও ক্রাঞ্চি টেস্টের জন্য উপরে ছড়িয়ে দেওয়া হয় ভাজা মটরশুটি বা তিল।

মজাদার রেসিপিটি শিখে নিন আপনিও -
উপকরণ
•    চাল - ২ কাপ
•    নারকেল দুধ – ১ কাপ
•    লবণ - ১ চিমটি
•    চিনি – দুই টেবিল চামচ
•    আম – ২টি
•    টপার – দুই গ্রাম তিল (ইচ্ছে)

প্রস্তুত প্রণালী
•    চাল সাত-আট ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত ভাপে রান্না করুন।
•    অন্য একটি পাত্রে নারকেলের দুধ, চিনি ও লবণ দিন। দুধ ঘন না হওয়া পর্যন্ত অল্প আঁচে মিশ্রণটি নাড়তে থাকুন।    
•    ভাত রান্না হয়ে গেলে নারকেলের দুধের মিশ্রণে ছেড়ে ভালোভাবে নাড়ুন। ভাত আঁঠালো হয়ে গেলে নামিয়ে ফেলুন।
•    প্লেটে ভাত স্কুপ করে রেখে তার উপর কাটা আম দিন। ছড়িয়ে দিতে পারেন তিল ও পছন্দমতো টাপার।

জেনে নেওয়া ভালো
এ রেসিপির জন্য এশিয়ান কনিকাল শেপের অ্যালুমিনিয়াম পট স্টোভ টপ স্টিমার ও ছোট বাঁশের ঝুড়ি ব্যবহার করতে পারলে ভালো। এতে ভাত পারফেক্ট রান্না হয় ও ভাত ভালোভাবে ফোলে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জনু ০১, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।