ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্রবন্ধকার অক্ষয়কুমার দত্তের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
প্রবন্ধকার অক্ষয়কুমার দত্তের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৮ মে ২০১৬, বুধবার। ৪ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাসের মধ্য দিয়ে নেপোলিয়ন বেনাপোর্ট সেদেশের সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন।
•     ১৮৬০- আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
•     ১৯৫১- নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর স্থানান্তর।
•     ১৯৭৪- ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়।
•     ১৯৮০- চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সব পরীক্ষা সম্পন্ন করে।

জন্ম
•     ১৮৭২- ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী বার্টান্ড রাসেল।
•     ১৯০৫ - ইংরেজ ক্রিকেটার হেডলি ভেরিটি।

মৃত্যু
•     ১৮৮৬- প্রবন্ধকার অক্ষয়কুমার দত্ত। বাংলা, সংস্কৃত ও ফারসিসহ বিভিন্ন ভাষায় দক্ষ এ লেখক সংবাদপত্রে প্রথম লেখালেখি শুরু করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ১৮৩৯ সালে তিনি তত্ত্ববোধিনী সভার অন্যতম সভ্য মনোনীত হন এবং কিছুদিন সভার সহ-সম্পাদকের দায়িত্বেও ছিলেন। ১৮৪০ সালে তত্ত্ববোধিনী পাঠশালার ভূগোল ও পদার্থবিদ্যার শিক্ষক নিযুক্ত হন। ১৮৪২ সালে তিনি নিজস্ব উদ্যোগে বিদ্যা‌দর্শন নামের একটি মাসিক পত্রিকা চালু করেন।
•     ২০০১- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ এ এস ওডারল্যান্ড। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।