ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফিচার

ভারতে হচ্ছে মসলার জাদুঘর

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মে ১৬, ২০১৬
ভারতে হচ্ছে মসলার জাদুঘর

ঢ‍াকা: ভারতীয় রান্নায় হরেক রকম মসলার গুরুত্ব রয়েছে বলে সম্প্রতি স্পাইসেস বোর্ড অব ইন্ডিয়া কেরালায় দেশটির প্রথম মসল‍ার জাদুঘর স্থাপনের প্রস্তাব দিয়েছে।

 

এ প্রস্তাবনায় বলা হয়, মসলার জাদুঘরটি কোচির উইলিংডন দ্বীপে স্থাপন করা হবে।

স্থাপনের অন্যতম উদ্দেশ্য ভ‍ারতীয় মসলার ইতিহাস ও এর ক্রমবিকাশ সম্পর্কে মানুষকে অবহিত করা। কোচি পোর্ট ট্রাস্ট এরইমধ্যে জাদুঘরটি তৈরির জন্য  জমিও বরাদ্দ করেছে।



জাদুঘরে ৩০টিরও বেশি কাঁচা মসলা ও রান্নার মসলার শোকেস থাকবে। এতে দেখানো হবে কীভাবে এগুলোর চাষ, প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও গুণগত মান নির্ধারণ করা হয়।

আরও থাকবে মসলা সম্পর্কিত পেইন্টিং, ছবি, ব্রুশিয়ার ও বই। দর্শনার্থীরা এখান থেকে খাঁটি মসলা কিনতেও পারবেন। মসলা বোর্ডের চেয়ারম্যান এ জায়াথিলাক ১২ মে (বৃহস্পতিবার) এ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

জায়াথিলাক জানান, জাদুঘরটি হবে মসলা বিষয়ক তথ্যকেন্দ্র, যা বিদেশি পর্যটক ও নাবিকদের আকৃষ্ট করবে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।