ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ছিন্ন পাতার সাজাই তরণী ....

অনিক খান, ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ছিন্ন পাতার সাজাই তরণী .... ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রকৃতিতে এখন বসন্ত। পাতা ঝরে নব কিশলয় উঁকি দিচ্ছে গাছে গাছে।

আর ধূলোয় লুটাচ্ছে খসে পড়া পাতা। এই পাতা ঝরে পড়া যে কেবল নি:শেষ হওয়ার গল্প তা কিন্তু নয়। একটা একটা করে পাতা খসে যেমন গাছের ডালে নতুন পাতার আবির্ভাবের সুযোগ তৈরি করে দেয়, তেমনি ধরায় লুটাতে থাকা ঝরাপাতায় ভর করেও আসে স্বপ্ন-সম্ভাবনা। সঙ্গে বিরহ-বেদনা আর পোড় খাওয়া জীবনের গল্পও। এমন ঝরা পাতায়ই কি স্বপ্নের নৌকা সাজিয়ে একা একা খেলায় মেতেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? তার লেখা ‘ছিন্ন পাতায় সাজাই তরণী/একা একা করি খেলা’ গানটিই বারবার মনে আসে  ময়মনসিংহ শহরে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে তোলা ঝরাপাতার ছবি দেখে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।