ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ড্রোন ধরতে ঈগল!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ড্রোন ধরতে ঈগল!

‘ড্রোন’ নামের উড়ন্ত বস্তুটি আজকাল রীতিমতো আতঙ্কের নাম। বিশেষ করে সন্ত্রাসকবলিত দেশ পাকিস্তান ও আফগানিস্তানসহ তৃতীয় বিশ্বের বহু দেশের জঙ্গি-অজঙ্গী সব মানুষের কাছে।

যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা প্রায়শই এসব দেশের প্রত্যন্ত এলাকায় জঙ্গি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মারা পড়ে সাধারণ নিরীহ মানুষজন।

এতো গেল তৃতীয় বিশ্বের কথা। ড্রোন প্রযুক্তি শিখে নিয়ে পশ্চিমা দেশগুলোর অনেক বাসিন্দা নিজেরাই ড্রোন বানিয়ে আকাশে ওড়াচ্ছে। এতে করে অন্যদের
প্রাইভেসি যেমন ক্ষুন্ন হচ্ছে, তেম্নি আকাশে উড়ে চলা বিমানের জন্যও হুমকি তৈরি হচ্ছে। বিভিন্ন পশ্চিমা দেশের সরকার ড্রোনের উপদ্রব কমানোর চিন্তা করছে।

সংশ্লিষ্টদের সতর্কও করছে। কিন্তু ড্রোনপ্রেমীরা তাতে মোটেই ক্ষান্ত হচ্ছে না। তাহলে উপায়? হ্যাঁ, সমস্যা থাকলে তার সমাধানও আছে।

উন্নত প্রযুক্তি ও জ্যামার দিয়েও যখন কাজ হচ্ছে না তখন তারা হাত পাততে চলেছেন প্রকৃতির কাছে। তারা ঈগল ও বাজপাখিকে লাগাচ্ছেন অনুমোদনহীন ড্রোন দমন ও পাকড়াও করতে। তাতে ফলও মিলছে। অবাঞ্ছিত কোনো ড্রোন আকাশে উড়তে দেখার পরপরই তারা পোষা ঈগল ও বাজপাখি ছেড়ে দিচ্ছেন আর এরা নিমেষে ড্রোনকে মাটিতে নামিয়ে আনছে অবলীলায়। একাজটা এখন বেশ সাফল্যের সঙ্গেই করছে নেদারল্যান্ডের পুলিশ। নিজেদের কাজের সফলতা দেখে তারা এবার অবাঞ্ছিত ড্রোনবিরোধী স্কোয়াডও গঠন করতে যাচ্ছে।

এ নিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম: ‘Eagles V Drones: Police Mull New Flying Squad’

লিংকটা দেখুন  কী করে ঈগল ও বাজপাখি কী অবলীলায় ড্রোন শিকার করছে: (http://news.sky.com/story/1637729/eagles-v-drones-police-mull-new-flying-squad)

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।