ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

বিরল সাদা ক্যাঙারুর দেখা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বিরল সাদা ক্যাঙারুর দেখা

ঢাক‍া: তারকাঁটার বেড়ার ওপারে উঁকি দিলো কে? সাদা ক্যাঙারু! জাগায়াটি দক্ষিণ অস্ট্রেলিয়া।

রোজমেরি ফেয়ারম্যান ও তার স্বামী অস্ট্রেলিয়ার মারি নদীর কাছ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলেন।

স্থানটি বিগ বেন্ডের কাছাকাছি। তারা হঠাৎ দেখেন ধবধবে সাদা ক্যাঙারু লাফাচ্ছে।

রোজমেরি ডেইলি মেইলকে জানান, রোজ ক্যাঙারু দেখি, কিন্তু বনে ছাড়া অবস্থায় কখনও সাদা ক্যাঙারু দেখিনি। যাওয়ার পথে তাকে দেখে গাড়ি থামাই। ছবিও তুলি।

তিনি নিজের ফেসবুক পেজে সাদা ক্যাঙারুর ছবি আপলোড করেছেন। আট হাজারেরও বেশি লাইক ও সাড়ে সাত হাজার শেয়ার হয়েছে ছবিগুলোর। কমেন্টে একজন লিখেছেন, অদ্ভুতের মধ্যেও অনেক সুন্দর থাকে।

আলবিনো (ধবলগ্রস্ত) ক্যাঙারু বা প্রাণীদের জেনেটিক ত্রুটি থাকার কারণে এদের জীবনসীমা কম হয়। ত্বকের রং হালকা হয় বলে তাদের স্কিন ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির অসম্পূর্ণতা থাকে তাই এরা সহজেই শিকারির কবলে পড়ে।

ভিক্টোরিয়ান বর্ডার ও দক্ষিণ আফ্রিকার উপকূলীয় রাজধানী অ্যাডিলেডের নিকটবর্তী এ পার্কে সাদা ক্যাঙারু খাঁচায় রাখা হয়। তাদের বাইরে দেখতে পাওয়া খুবই বিরল ঘটনা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।