ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার। ৪ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮০৮ - ফরাসিদের স্পেন দখল।
•     ১৮৭৩ - স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
•     ১৯৫৯ - কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
•     ১৯৭২ - বাংলাদেশকে সিঙ্গাপুরের স্বীকৃতি দান।

জন্ম
•     ১৯২৭ – শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার। তিনি ১৯৫৬ সালে সাপ্তাহিক ইত্তেফ‍াক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে ১৯৫৮ সালে দৈনিক সংবাদ পত্রিকায় যোগ দেন। মুক্তিযুদ্ধের শেষের দিকে তিনি পাকিস্তান সেনাবাহিনী ও আল-বদরের হাতে অপহৃত হন। এই চক্রের হাতেই শহীদুল্লা কায়সারের মৃত্যু হয় বলে ধারণা করা হয়।
•     ১৯৪৮ - বাংলাদেশি কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন।

মৃত্যু
•     ১৯৮২ - শিক্ষাবিদ ও গবেষক ড. মুহম্মদ এনামুল হক। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি স্কুল, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক, অধ্যাপক ও অধ্যক্ষ ছিলেন। একইসঙ্গে বাংলা একাডেমির পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন তিনি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।