ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রয়াণদিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রয়াণদিবস অচিন্ত্যকুমার সেনগুপ্ত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার। ১৬ মাঘ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯১৬ - প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।
•     ১৯৭৯- চীনের উপ প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।

জন্ম
•     ১৮৯০ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে। বিশিষ্ট সাহিত্যিক সুশীল কুমার দে কর্মজীবন শুরু করেন প্রেসিডেন্সি কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে।   পরবর্তীতে ১৯১৩ থেকে ১৯২৩ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, ভারতীয় ভাষা ও সংস্কৃতের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এরপর ১৯২৩ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির রিডার ও ক্রমে সংস্কৃতের প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন সুশীল কুমার। ১৯৪৭ সালে শিক্ষকতা জীবন থেকে অবসর নেন তিনি।

মৃত্যু
•     ১৯৭৬ - বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত। ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্যকুমার রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে ছিলেন অন্যতম।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।