ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

বিড়ালের সেলফি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বিড়ালের সেলফি!

ঢাকা: চলছে সেলফির যুগ। পথে-ঘাটে, বেলায়-অবেলায়, যখন-তখন শুধু সেলফি আর সেলফি।

সেলফি ম্যানিয়ায় কেবল মানুষই আক্রান্ত নয়, তা ছড়িয়ে গেছে অন্য প্রাণীদের মধ্যেও!

শেষ লাইনটা কি ভুল পড়লেন? না, ভুল পড়েননি। সম্প্রতি ইন্সটাগ্রামে আপলোড হয়েছে এক বিড়ালের সেলফি। মানে বিড়াল নিজেই নিজের ছবি তুলেছে আরকি!

বিড়ালটির পেছনে রয়েছে তার কয়েক কুকুর বন্ধু। সেলফিটিতে লাইক পড়েছে এক মিলিয়নেরও বেশি। শেয়ার হয়েছে কয়েক হাজার। আর কমেন্টস? ২১ হাজার!


গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে এক হাতে সেলফি তোলা ধূসর সাদা বিড়ালের পেছনে ছিলো চারটি কুকুর। এদের মধ্যে দু’টো ছিলো রটওয়েইলার্স।

সেলফিটি অনেকেই রিপোস্ট করেছেন। ফেসবুকেও কমিক্যাল শটটি সাড়া ফেলেছে ব্যাপক। ‍

তবে বিড়ালের সেলফি তোলার সময় ক্যামেরার পেছনে অ‍াদৌ কেউ ছিলো কিনা বা ক্যামেরাটি জ্ঞানত বিড়ালের হাতের নাগালে রাখা হয়েছিলো কিনা তা জানা যায়নি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।