ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

গুগল স্ট্রিট ভিউয়ে ধরা পড়া অদ্ভুত কয়েকটি ছবি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
গুগল স্ট্রিট ভিউয়ে ধরা পড়া অদ্ভুত কয়েকটি ছবি

সঠিক রাস্তা বা ঠিকানা খুঁজে পাইয়ে দিতে গুগল স্ট্রিট ভিউয়ের তুলনা নেই। বিশ্বের গুরুত্বপূর্ণ সব শহরের পাশাপাশি সম্প্রতি ঢাকাকেও গুগল স্ট্রিট ভিউয়ের আওতায় আনা হয়েছে।

যেকোন রাস্তা বা এলাকার নাম লিখে সার্চ দিলে গুগল স্ট্রিট ভিউয়ে নির্ধারিত ওই রাস্তা বা এলাকার ত্রিমাত্রিক যে ছবিগুলো আমরা দেখতে পাই, এসব ছবি কিন্তু প্রতিটি শহরে ঘুরে ঘুরে আক্ষরিক অর্থেই তুলে নিতে হয়েছে গুগলকে। মজার ব্যাপার হচ্ছে, ছবি তোলার সময় কোনোভাবে আপনি যদি ওই স্থানে উপস্থিত থাকেন, আর আপনাকেসহই যদি ছবিটি ধারণ করা হয়, তো, পরবর্তীকালে নির্ধারিত জায়গাটি সার্চ করে যে কেউ গুগল স্ট্রিট ভিউতে আপনাকেও দেখতে পাবে। এবার একবার ভাবুন, ছবিতে যদি আপনাকে বিশেষ বিব্রতকর কোনো পরিস্থিতিতে পাওয়া যায়! এরকমই কিছু অদ্ভুত রকমের ছবি ধরা পড়েছে গুগল স্ট্রিট ভিউয়ে।


সম্ভবত গাড়ির লাগেজ কম্পার্টমেন্টেই লোকটিকে শুতে হচ্ছে!


লোকটি কি গুপ্তধন খুঁজছিলেন? কুকুরটিও কি অভিযানে অংশ নিয়েছে!


ঘোড়ামানব! যেন কোনো দুঃস্বপ্নের দৃশ্যধারণ।


নিঃসন্দেহে লোকটিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে গুগল‍!


হয়ত খুব রহস্যময় কোনো ব্যাপার। কিংবা এমনও হতে পারে, পাখিদের রক্ষা করতে চায়, এমন একদল মানুষ ওরা।


ভিনগ্রহের প্রতিনিধি?


এটা একটা মারাত্মক ছবি! কারো কি ধারণা আছে, কী কারণে এর ভেতরে ঢুকতে হয়েছিল লোকটিকে? ঢুকলই বা কিভাবে!


ন্যাক্কারজনক! লোকটিকে ভুগতে হবে তার স্ত্রী কিংবা প্রেমিকার কাছে..


এটা ভেবে নেওয়াই নিরাপদ যে—সম্ভবত কোনো হরর মুভির শুটিং চলছিল!

তথ্যসূত্র : ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।