ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

চাষী নজরুল ইসলামের প্রয়াণদিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
চাষী নজরুল ইসলামের প্রয়াণদিবস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ জানুয়ারি ২০১৬, সোমবার। ২৮ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৭৯ - অ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।
১৯০৮ - গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরি হয়।
১৯২২ - ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।

জন্ম
১৮৬৬ - ভারতীয় আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী।

মৃত্যু
২০১৫ - প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম একত্তরের পরবর্তী সময়ে ওরা ১১ জন চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। বিভিন্ন পুরস্কারে ভূষিত চাষী নজরুল ইসলামের সেরা চলচ্চিত্রের মধ্যে রয়েছে সংগ্রাম, হাঙর নদীর গ্রেনেড, পদ্মা মেঘনা যমুনা, দেবদাস, মেঘের পরে মেঘ ইত্যাদি।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।