ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

৩ বছর পর জাপানে ফের জায়ান্ট স্কুইড

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
৩ বছর পর জাপানে ফের জায়ান্ট স্কুইড ছবি: সংগৃহীত

ঢাকা: রকেটের মতো দেখতে সামুদ্রিক প্রাণীটিকে চেনেন? বিরল জায়ান্ট স্কুইড। সম্প্রতি জাপানের তোয়ামা উপসাগরে চিহ্নিত এ স্কুইডকে স্থানীয়রা নাম দিয়েছেন ক্রিসমাস মিরাকল।



অবশ্য এ নাম দেওয়ার কারণ হলো গত ডিসেম্বরে ক্রিসমাসের কাছাকাছি সময়ে স্কুইডটিকে দেখা যায়।

জাপানে তিন বছর আগের প্রথম রেকর্ডের পর গতমাসে জায়ান্ট স্কুইড দ্বিতীয়বার দেখা দেয়। কিন্তু এত সময় বিরতি দিয়ে জায়ান্ট স্কুইডকে জলের ওপর ভাসিয়ে তুললো কোন উদ্দীপক সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত হতে পারেননি।


তবে স্থানীয়রা বলছেন - সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
সম্প্রতি পাওয়া স্কুইডটি লম্বায় ১২ ফুট। যদিও তা সবচেয়ে বড় স্কুইডের নমুনার চেয়ে ছোট। বড়টির দৈর্ঘ্য ৪৩ ফুট।

স্থানীয় কাইয়ু ডাইভ শপের মালিক আকিনোবু কিমুরা পানিতে নেমে ভেসে ওঠা স্কুইডটি ক্ষতিগ্রস্ত হয়নি, তাকে সজিব মনে হয়েছে।


তবে পানিতে নামা অন্য এক সাঁতারু জানান, স্ক‍ুইডটিকে বেশিদিন টিকে থাকার মতো সুস্থ মনে হয়নি।

জায়ান্ট স্কুইড গভীর সমুদ্রের শুঁড়ওয়ালা শামুক হিসেবে পরিচিত। জলের উপরিভাগে এদের সচরাচর দেখা যায় না। তবে কখনও কখনও মাছ ধরার জালে আটকা পড়ে বলে জানান জাপানের ইউজো অ্যাকুয়ারিয়ামের অধ্যক্ষ মিতসুহিরো ফুয়া।


বিশ্বের বেশিরভাগ সমুদ্রে এদের বসবাস থাকলেও জায়ান্ট স্কুইডের প্রথম ছবি প্রকাশ পায় ২০০৪ সালে। ২০১৪ সালে তাদের জীবন ও বাসস্থান নিয়ে প্রথম ভিডিও প্রকাশ হয়। তবে ছবি ও ভিডিও দু’টির স্থানই জাপান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।