ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

অর্ধেক শরীর নিয়ে ৬ মাস বাঁচলো মাছ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
অর্ধেক শরীর নিয়ে ৬ মাস বাঁচলো মাছ

ঢাকা: একটি মাছ তার লেজ হারিয়েছে। শুধু লেজ না, শরীরের নিচের অর্ধেক পুরোটাই কেটে গেছে তার।

সিমেন্টের দেয়াল ঘেরা পুকুরে লাফঝাঁপ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আশ্চর্যের বিষয় হলো, এই অর্ধেক শরীর নিয়েই মাছটি বেঁচে ছিলো দীর্ঘ ছয় মাস। সম্প্রতি থাইল্যান্ডের মাতিচন টিভি অর্ধাঙ্গ নিয়ে বেঁচে থাকা মাছটির একটি ভিডিও প্রকাশ করেছে।


দ‍ুর্ঘটনায় হিপসিবারবাস ওয়েটমোরেই নামে মাছটির কাটা ভেঙে যাওয়ায় তার লেজ পড়ে যায়।

ছোটে নামের এক থাই ভদ্রলোক বাজারের মধ্যে আহত মাছটিকে দেখে তুলে এনে যত্ন নেন।


সৌভাগ্যবশত মাছটি পরবর্তী ছয় মাস বেঁচে ছিলো। ছোটে মাছটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সময় মাছটি সেলিব্রেটি খ্যাতি পায়। ছোটে অর্ধাঙ্গ মাছটির নাম দিয়েছিলেন আই-হাফ।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।