ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

কুয়াশার চাদরে প্রকৃতি দিচ্ছে শীতের বার্তা

শাকিল আহমেদ, স্টাফ ফটো ফটোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
কুয়াশার চাদরে প্রকৃতি দিচ্ছে শীতের বার্তা

ঢাকা: ঘুম থেকে উঠে হঠাৎ ঘরের দরজা খুলে চার দিকে দেখি সাদা ধোয়ার মতো কুয়াশা। প্রকৃতি ঘন কুয়াশাচ্ছন্ন।

শরীরে শীতের একটা আমেজ কাজ করছে। মনে হচ্ছে শীত উঁকি দিচ্ছে। প্রকৃতি যেন আচ্ছন্ন হয়ে আছে কুয়াশার চাদরে! বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ে ভিজে আছে মাঠ ও পথ-ঘাট।  

রোববার (২০ অক্টোবর) সকাল থেকেই চার দিকে ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে প্রকৃতি।  

খেলার মাঠে কুয়াশার মধ্যে কিশোর ও তরুণরা মাঠে ফুটবল খেলায় মগ্ন।  

মাঠে ঘাসের ওপর ভোরের সূর্য কিরণে হালকা লালচে রঙের ঝিলিক দিচ্ছে বিন্দু বিন্দু শিশির কনা। এসব দৃশ্যই শীতের আগমনী বার্তা দিচ্ছে। এছাড়াও সন্ধ্যা হলেই পড়তে শুরু করে কুয়াশা। সেই সঙ্গে অনুভূত হয় হালকা শীত।

ঘন কুয়াশার কারণে ঘাট থেকে নৌকা ভাসাতে পারছেন না মাঝিরা তাই ঘাটে বসে আড্ডা দিচ্ছেন।  

কুয়াশার মধ্যেও গন্তব্যে যাচ্ছেন দুইজন মাঝি।  

হাঁসগুলো মনের আনন্দে গোসল করছে।

ভোর থেকে শিরশিরে বাতাস থাকায় সকালে অনেকেই নিজ নিজ গন্তব্যে বের হচ্ছেন হালকা গরম কাপড় জড়িয়ে।

ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠাণ্ডা ঠাণ্ডা অনূভুতি। কয়েক দিন থেকে শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি।

এছাড়া প্রতিবছর শীত এলে পাওয়া যায় খেজুর রস। রস দিয়ে তৈরি হয় নানান রকম পিঠা। শীতের পিঠা যেমন ভাপা, চিতই, দোল্লা, পান পিঠা, চাপটি পিঠা, নকশি পিঠা ছাড়াও নানা রকম পিঠা তৈরি করা হয় শীতের দিনে।

এছাড়াও নানান রকম শীতের সবজি পাওয়া যায়। সবজি খেতে অনেকে পছন্দ করে। তাই এ সময় সবজির চাহিদা থাকে বেশ। যেমন: ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পুঁইশাক, মুলাসহ শাক এ সময় পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।