ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফিচার

নবম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর চিত্র

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
নবম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর চিত্র রাজধানীর কিছু এলাকার চিত্র। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় রোববার (৩ ডিসেম্বর) সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। আজ ভোর ৬টায় শুরু হয় নবম দফার এ অবরোধ।

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলছে চোখে পড়ার মতো। লোকাল পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল অনেক। বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় অবরোধের প্রথম দিনে রাজধানী বিভিন্ন পয়েন্টে যানজট লক্ষ্য করা যায়। রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, জিরোপয়েন্ট,মতিঝিল ও পুরানা পল্টন এলাকায় ছিল তীব্র যানজট।

বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় অবরোধের প্রথম দিনে গুলিস্তান এলাকায় তীব্র যানজট।


মতিঝিল এলাকায় যান চলাচল স্বাভাবিক।
 



সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা বাস যাচ্ছে দেশের বিভিন্ন এলাকা ও জেলায়।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল ছিল কম।

পুরানা পল্টন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল।

 

ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির আগুন নেভাচ্ছেন  ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।