ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ বছর হলিউডে আসছে যেসব হরর সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
এ বছর হলিউডে আসছে যেসব হরর সিনেমা ‘মরবিয়াস’ সিনেমার দৃশ্যে জ্যারেড লেটো

২০২০ সাল হলিউডের জন্য মোটেও ভালো যা গেলেও কয়েকটি হরর সিনেমা বেশ সাড়া পেয়েছে। তবে হররপ্রেমীদের জন্য সুখবর হলো, নতুন বছরে দারুণ কিছু হরর সিনেমা নিয়ে আসছে হলিউড।

 

রোমহর্ষক ভয়ের মধ্যেও রয়েছে দারুণ বিনোদন। দেখে নেওয়া যাক ২০২১ সালে মুক্তি পাবে কোন কোন হরর সিনেমা।  

১। লাস্ট নাইট ইন সোহো

ফ্যাশন ডিজাইনের প্রতি প্রচণ্ড আগ্রহী এক কিশোরীকে নিয়ে নির্মিত হচ্ছে এ সাইকোলজিক্যাল হরর সিনেমা। অলৌকিকভাবে এক কিশোরী ১৯৬০’র দশকে তার আদর্শ ব্যক্তিত্ব-এক তুমুল জনপ্রিয় গায়কের জীবনে হানা দিতে পারেন। কিন্তু ষাটের দশকের লন্ডন মোটেও তার অনুকূলে ছিল না। এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘লাস্ট নাইট ইন সোহো’। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এজার রাইট। অভিনয় করছেন আনিয়া টেইলর-জয়, ম্যাট স্মিথ, থমাসিন ম্যাককেনজি প্রমুখ। ২০২১ সালের ২৩ এপ্রিল সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন এজার রাইট।  

২। মরবিয়াস
প্রকৃতপক্ষে হরর না হলেও হরর ঘরানার সিনেমা এটি। অস্কারজয়ী অভিনেতা জ্যারেড লেটো অভিনয় করেছেন সিনেমায়। বিরল একটি রক্তের রোগ নিরাময়ের জন্য চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই রক্তচোষা ভ্যাম্পায়ারে রূপান্তরিত হন। মার্ভেল কমিকসের হরর সিরিজের অংশ এ চরিত্রটি। আগামী মার্চের ১৯ তারিখে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে।  

৩। স্পাইরাল
বিখ্যাত ‘স’ ফ্র্যাঞ্চাইজির পরের কিস্তি ‘স্পাইরাল’। ড্যারেন লিন বোসম্যান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন ক্রিস রক ও স্যামুয়েল এল জ্যাকসন। আগামী মে মাসের ২১ তারিখ মুক্তি পাবে সিনেমাটি।  

৪। ডোন্ট ব্রিদ ২
২০১৬ সালের হরর থ্রিলার ‘ডোন্ট ব্রিদ’র সিকুয়েল আসছে ১৩ আগস্ট।  

৫। ক্যান্ডিম্যান
১৯৯২ সালের মূল ক্যান্ডিম্যান সিনেমার সরাসরি সিক্যুয়েল নির্মিত হচ্ছে। ঊনবিংশ শতাব্দীতে আফ্রিকান-আমেরিকান এক ব্যক্তিকে লাঞ্ছিত করে মেরে তার শরীরে মধুর গন্ধ লেপন করে মৌমাছি দিয়ে খাওয়ানো হয়েছিল। তারপর তার ভৌতিক অস্তিত্ব প্রতিশোধ নেয়। সংশ্লিষ্ট সবাইকে সে একে একে হত্যা করে। নিয়া দাকস্টা পরিচালিত ‘ক্যান্ডিম্যান’ নির্মিত হয়েছে ক্লাইভ বার্কারের ছোট গল্প ‘দ্য ফরবিডেন’ অবলম্বনে।  আগামী ২৭ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।  

৬। ফিয়ার স্ট্রিট
জনপ্রিয় শিশুতোষ লেখক আর এল স্টাইনের লেখা গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ফিয়ার স্ট্রিট। একদল কিশোর-কিশোরী বুঝতে পারে তাদের ওহিও শহরে ভয়াবহ কিছু ঘটনা ঘটছে এবং সেগুলো একটার সঙ্গে অপরটি সম্পর্কযুক্ত। এর পরবর্তী টার্গেট হতে পারে তারা। তিন কিস্তিতে এক মাস পরপর মুক্তি পাবে ফিয়ার স্ট্রিট ট্রিলজি। তবে মুক্তির তারিখ এখনও ঘোষিত হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।